স্বপ্ন পূরণের পথে সাদিয়া জান্নাতি

আশিকুর রহমান : বর্তমানে ব্যাস্ত সময় পার করছেন এ প্রজন্মের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জান্নাতি। ছোট বেলা থেকে স্বপ্ন ছিল ভালো অভিনেত্রী হবে সাদিয়া।

সম্প্রতি এই অভিনেত্রী “কমলায় নৃত্য করে” শিরোনামের নতুর একটি গানে অভিনয় করেছেন সাদিয়া। গানটিতে কণ্ঠ দিয়েছেন রঙ্গন রিদ্য ও সামস ভাই। গানটি ভিডিও নির্মাণ করেছেন ফারহান আহম্মেদ রাফাত। ” কমলায় নৃত্য করে” গানটিতে অভিনয় করেছেন- সাদিয়া জান্নাতি,সামস ভাই,রঙ্গন রিদ্য,ফারজানা ববি, নিঝুম। “কমলায় নৃত্য করে” গানটি শিগ্রই ‘‘এ মিউজিক সিরিজ’’ ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ করা হবে।

ইতোমধ্যে জান্নাতির স্বপ্ন পূরন হতে চলেছে। বাপ্পি খানের পরিচালনায় নাটকের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন জান্নাতি। বর্তমানে একাধিক বিজ্ঞাপন, নাটক ও গানের কাজ করেছেন এই অভিনেত্রী। জান্নাতির নাটক এর প্রতি আগ্রহ অনেক বেশি। আরও ভালো কাজের প্রত্যাশা করেন তিনি।

মিডিয়াতে কাজ প্রসঙ্গে সাদিয়া জান্নাতি হোয়াইট নিউজকে বলেন, নাটক ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিও দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছেন। ভালো কাজ আসলে অবশ্যই মন দিয়ে কাজ করব। আর চেষ্টা করব সকলের মন জয় করার। ভালো কিছু উপহার দিতে চাই। ভালো মানের কাজ করার আগ্রহ অনেক বেশি তাই ভালো কিছু করতে চাই। তবে এই অভিনেত্রীর নাটক ও মিউজিক ভিডিও প্রায়ই ইউটিউব ট্রেন্ডিংয়ে দেখা যায়।

তিনি আরও বলেন, ” কমলায় নৃত্য করে” গানটি অসাধারন আশা করছি দর্শকরা এই গানটিতে আমাকে নতুন লুকে দেখতে পাবেন। আমার বিশ্বাস গানটি সবার মনে স্থান করে নিবে।

জান্নাতি আরও বলেন, মিডিয়াতে কাজ করার ইচ্ছা আমার ছোট বেলা থেকেই। তাই আমি অভিনয়ে ভালো কিছু কাজ উপহার দিয়ে মানুষের মনে স্থান করে নিতে চাই।