বিনোদন ডেস্ক: অভিনয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। দীর্ঘ চার মাস পর দেশে ফিরেই তিনি কথা বললেন তার বহুল আলোচিত চরিত্র ‘ইভা’ ও ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন নিয়ে। তার অনুপস্থিতিতে নাটকের দর্শক থেকে শুরু করে চরিত্র ‘কাবিলা’ পর্যন্ত সবাই তাকে মিস করছেন, যা বেশ উপভোগ করছেন তিনি।

গত ২১ আগস্ট দেশে ফিরেছেন পারসা ইভানা। বিদেশে থাকার কারণে কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিংয়ে অংশ নিতে পারেননি তিনি। নাটকের কয়েকটি পর্বে দেখা গেছে, কাবিলা তার ইভাকে খুঁজে বেড়াচ্ছেন। এই প্রসঙ্গে ইভানা বলেন, “দর্শকরা যে আমাকে ও আমার চরিত্রকে এতটা ভালোবাসেন, এটা আমার জন্য আশীর্বাদ। বিশেষ করে কাবিলা যে আমাকে মিস করছে, এই দৃশ্যগুলো দেখতে আমারও খুব ভালো লাগছে।”

নতুন সিজনে তাকে দেখা যাবে কিনা, এমন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী রহস্য জিইয়ে রাখেন। তিনি বলেন, “সেটা পরিচালকই ভালো বলতে পারবেন। আমার অভিনয়ের সম্ভাবনা আছে কিনা জানি না। তবে যারা এই সিজন দেখছেন, তারা কোনো না কোনোভাবে অবশ্যই ইভাকে খুঁজে পাবেন, এইটুকু বলতে পারি।”

ইভানা আরও জানান, দর্শকরা তাকে যতটা মিস করেন, তিনি নিজে চরিত্রটিকে তার চেয়েও বেশি মিস করেন। তিনি বলেন, “অধিকাংশ মানুষ আমাকে ইভা নামেই চেনে, আর এটা নিয়ে আমি গর্ববোধ করি।”

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র থেকে কানাডা ভ্রমণের সময় ‘কাবিলা’খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশের সঙ্গে দেখা হয়েছিল ইভানার। পর্দার জুটি দূর প্রবাসে একসঙ্গে বেশ ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন বলে জানা যায়।