আন্তর্জাতিক ডেস্ক: সিনেমার রোমান্টিক দৃশ্যের অনুকরণ করতে গিয়ে বড় অঙ্কের জরিমানা গুনতে হলো ভারতের এক প্রেমিক যুগলকে। চলন্ত মোটরসাইকেলে বান্ধবীকে কোলে বসিয়ে বিপদজনকভাবে বাইক চালানোর দায়ে চালককে ৫৩ হাজার ৫০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৫ হাজার টাকা) জরিমানা করেছে দেশটির পুলিশ।
এই ঘটনার একটি ভিডিও সম্প্রতি জনসচেতনতা বাড়াতে প্রকাশ করেছে ভারতের উত্তরপ্রদেশের নয়ডা ট্রাফিক পুলিশ। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ঘটনাটি নয়ডা এলাকার।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক যুবক তার বান্ধবীকে সামনে নিজের কোলে বসিয়ে বাইক চালাচ্ছেন। তাদের কারো মাথাতেই হেলমেট বা কোনো নিরাপত্তা সরঞ্জাম ছিল না। ট্রাফিক আইনের তোয়াক্কা না করে এমন পূর্ণ কাজের জন্যই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
উত্তরপ্রদেশ পুলিশ তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে রসিকতার ছলে একটি ক্যাপশন দিয়েছে। তারা লেখে, “নয়ডার ‘রোমিও-জুলিয়েট’ একটি বাইক সিক্যুয়েল করার চেষ্টা করেছিল। তবে এবারের ক্লাইম্যাক্স কোনো প্রেমের গান ছিল না, ছিল বিশাল অঙ্কের চালান! নিরাপদে চালান, নিয়ম মানুন এবং আপনার প্রেমের গল্পকে দীর্ঘজীবী হতে দিন।”
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মজার সব মন্তব্যে ভরে গেছে। এক ব্যবহারকারী মন্তব্য করেন, “এখন প্রশ্ন হলো, জরিমানা কে দেবে! রোমিও না জুলিয়েট? নাকি তাদের বাবা-মা! তাদের সামনে এখন দুটো বিপদ: এক, জরিমানা দেওয়া; দুই, বাবা-মা জরিমানা দিলে সম্পর্কটাও প্রকাশ্যে চলে আসবে!”
সূত্র: এনডিটিভি