বিনোদন ডেস্কঃ নাটকের একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে কোলে তুলতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই মজার কিন্তু যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা শেয়ার করেন তিনি। তৌসিফ জানান, ২০২২ সালে একটি নাটকের পোস্টার শুটের জন্য তিশাকে কোলে তুলতে গিয়ে তার বাম হাতের হাড়ে চিড় ধরেছিল।

ঘটনাটি ২০২২ সালের মুক্তিপ্রাপ্ত ‘স্বাধীনতা তুমি’ নাটকের শুটিংয়ের সময়কার। তৌসিফ বলেন, “নাটকে আমি ছিলাম একজন মুক্তিযোদ্ধা এবং তিশা একজন মৃত বীরাঙ্গনার চরিত্রে অভিনয় করেন। পোস্টারের জন্য ওর লাশ আমাকে কোলে তুলে নিতে হয়েছিল।”

অভিনেতা আরও জানান, পোস্টারের ছবিটি বিভিন্ন ফ্রেমে তোলার জন্য তাকে বেশ কয়েক মিনিট তিশাকে কোলে রাখতে হয়েছিল। আর সেই সময়ই ঘটে বিপত্তি। তৌসিফের কথায়, “ওকে (তিশাকে) কোলে ২ থেকে ৪ মিনিট রাখতে হয়েছিল। তখনই মূলত চাপটা লাগে। এরপর প্রায় এক মাস আমি বাম হাত দিয়ে কোনো ভারি জিনিস তুলতে পারতাম না। রাতে ঘুমানোর সময়ও ব্যথা করত।”

পুরোনো সেই স্মৃতিচারণ করে তৌসিফ মজা করে বলেন, “তিশা আমার খুব কাছের বন্ধু। ওকে আমি ভালোবাসি, আবার ঘৃণাও করি। তবে এটা সত্যি যে, ওর কারণেই আমার হাতের হাড় ভেঙেছিল।”

বন্ধুর প্রতি তৌসিফের এই অকপট স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ভক্তরা একদিকে যেমন তার প্রতি সহানুভূতি জানাচ্ছেন, তেমনই অনেকে মন্তব্য করছেন— “বন্ধুত্বের খেসারত হাতের হাড় ভাঙা।”