অনলাইন ডেস্কঃ তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দেশজুড়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালিত হচ্ছে। আজ বৃহস্পতিবার দেশের সব সরকারি-বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও অনুষদে অ্যাকাডেমিক কার্যক্রম পুরোপুরি বন্ধ রেখে এই কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

গতকাল বুধবার শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনার পর রাতেই এই কর্মসূচি ঘোষণা করা হয়। ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ প্ল্যাটফর্মের পক্ষ থেকে জানানো হয়, পুলিশের ন্যক্কারজনক হামলার প্রতিবাদেই এই কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা পুলিশি হামলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে এর জবাবদিহি দাবি করেছেন।

এদিকে, বুধবার রাতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শাহবাগে শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং আজ বৃহস্পতিবারের মধ্যে একটি তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। একই দিনে প্রকৌশল পেশার দাবিগুলো পর্যালোচনার জন্য সরকার একটি কমিটি গঠন করেছে।

গত মঙ্গলবার থেকে তিন দফা দাবিতে শাহবাগে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। গতকাল বুধবার তারা শাহবাগ মোড় অবরোধ করেন এবং বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে পড়েন। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে, এতে বহু শিক্ষার্থী আহত হন।

১. নবম গ্রেডের সহকারী প্রকৌশলী পদে নিয়োগে ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং এবং শুধু পরীক্ষার মাধ্যমে নিয়োগ।
২. দশম গ্রেডের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি উচ্চতর ডিগ্রিধারীদেরও আবেদনের সুযোগ।
৩. শুধুমাত্র বিএসসি ডিগ্রিধারীরাই যেন নামের পাশে ‘প্রকৌশলী’ (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, তা নিশ্চিত করা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ বিকেল পাঁচটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পরবর্তী করণীয় নির্ধারণে একটি সভায় বসবেন বলে জানা গেছে।