বিনোদন ডেস্ক: কখনো বাংলাদেশে, কখনো কলকাতায়— কোথায় থাকেন তা বোঝা মুশকিল। তবে এটুকু পরিষ্কার, ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন অভিনেত্রী জয়া আহসান। ঢাকা ও কলকাতায় গত চার মাসে মুক্তি পাওয়া তাঁর একাধিক সিনেমা দর্শকের ভালোবাসা ও প্রশংসা কুড়িয়েছে।

কাজের ফাঁকে নিয়মিত ভক্তদের সঙ্গে ছবি শেয়ার করেন জয়া। বুধবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন এক ফটোশুটের ছবি পোস্ট করেন। কালো পোশাকে ভিন্ন ভঙ্গিমায় হাজির হন তিনি। ক্যাপশনে কিছু না লিখলেও ছবির সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

জয়ার নতুন ছবিতে ভক্তরা মুগ্ধ। একদিনেই প্রতিক্রিয়া পড়েছে ২৫ হাজারের বেশি। অনেকেই লিখেছেন প্রশংসার মন্তব্য।

সাম্প্রতিক সময়ে জয়াকে দেখা গেছে পশ্চিমবঙ্গের নির্মাতা সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ সিনেমায়, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন আবীর চট্টোপাধ্যায়। এর আগে মুক্তি পেয়েছে জয়া অভিনীত ‘ডিয়ার মা’ সিনেমা, যা অনিরুদ্ধ রায় চৌধুরীর পরিচালনায় তাঁর দ্বিতীয় কাজ।

গত ঈদে ঢাকায় মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘তাণ্ডব’ ও ‘উৎসব’-এ ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জয়া—একটিতে সাংবাদিক, অন্যটিতে ভূতের চরিত্রে। শোনা যাচ্ছে, তিনি অভিনয় করতে যাচ্ছেন রেদওয়ান রনির নতুন সিনেমা ‘দম’-এ, যেখানে থাকবেন চঞ্চল চৌধুরী ও আফরান নিশো। যদিও নায়িকা হিসেবে জয়ার নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়া নিজের প্রেমের কথাও জানিয়েছেন। তিনি বলেন, “আমরা অনেক দিন ধরেই একসঙ্গে আছি, বহু বছর…। যেকোনো সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু হয়ে উঠতে পারা গুরুত্বপূর্ণ। আমি একজন অভিনয়শিল্পী, অনেক ভ্রমণ করি, কলকাতায় দীর্ঘদিন কাজ করি—এসব কিছুই সে মনেও আনে না। আমাকে কাজ করতে দিচ্ছে, এটিই বড় বিষয়।”