অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হয়েছে—এমন খবরকে গুজব বলে আখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ধরনের গুজবে কান না দেওয়ার জন্য প্রার্থী, ভোটারসহ সবাইকে আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) যথারীতি চলছে। তাই ভোট বন্ধ সংক্রান্ত কোনো ধরনের বিভ্রান্তিকর সংবাদে কান না দিতে অনুরোধ জানানো হয়েছে।