আন্তর্জাতিক

  • লেবাননে লড়াইয়ে ৬ ইসরায়েলি সৈন্য নিহত
    লেবাননে লড়াইয়ে ৬ ইসরায়েলি সৈন্য নিহত

    আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে ইসরায়েলির সামরিক বাহিনীর অন্তত ছয় সৈন্য নিহত হয়েছেন। বুধবারের এই লড়াইয়ে আরও একাধিক ইসরায়েলি সৈন্য আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে সৈন্যদের হতাহতের এই তথ্য জানানো হয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন। হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে চলমান তীব্র সহিংসতার মাঝে দক্ষিণ লেবাননে এই লড়াইয়ের ঘটনা ঘটেছে।

    আইডিএফ বলেছে, দক্ষিণ লেবাননের সীমান্তের ওপারের একটি গ্রামে প্রবেশের সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানকার একটি ভবনে আগে থেকে লুকিয়ে থাকা হিজবুল্লাহর যোদ্ধাদের হামলায় ইসরায়েলি সৈন্যরা প্রাণ হারিয়েছেন। গত সেপ্টেম্বরের শেষের দিকে শুরু হওয়া বিস্তৃত অভিযানের পর এটিই ইসরায়েলি বাহিনীর এক দিনে দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক সৈন্যের প্রাণহানির ঘটনা।

    নিহত সৈন্যরা ইসরায়েলের সামরিক বাহিনীর গোলানি ব্রিগেনের ৫১তম ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে বিবৃতিতে জানিয়েছে আইডিএফ। প্রাথমিক তদন্তের পর আইডিএফ বলেছে, লেবাননের একটি গ্রামের এক ভবনের ভেতরে কমপক্ষে চার হিজবুল্লাহ যোদ্ধা লুকিয়ে ছিলেন। এ সময় সেখানে সৈন্যরা প্রবেশ করতে গেলে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে সৈন্যরা নিহত হন।

    লড়াইয়ের সময় আরও এক সৈন্য আহত হয়েছেন। তবে তার অবস্থা গুরুতর নয়। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান বলেছে, লড়াইয়ে হিজবুল্লাহর চার যোদ্ধাও নিহত হয়েছেন। এর আগে, গত ২ অক্টোবর হিজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে অন্তত আট ইসরায়েলি সেনা নিহত হন। লেবাননে অভিযান শুরুর পর এটিই ছিল একদিনে সবচেয়ে বেশিসংখ্যক ইসরায়েলি সৈন্যের প্রাণহানির ঘটনা।

    ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, গত বছরের ৭ অক্টোবর গাজার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৭৯২ জন ইসিরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এই সৈন্যদের মধ্যে ৩৯৩ জনই মারা গেছেন দক্ষিণ লেবাননে; হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান পরিচালনার সময়।

শিল্প ও সাহিত্য

ইসলামের আলো

ধর্ম ও বিজ্ঞান

জাতীয়

  • চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা
    চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

    অনলাইন ডেস্ক: চালের দাম কবে নাগাদ কমতে পারে সে বিষয়ে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান, বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

    বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

    খাদ্য উপদেষ্টা জানান, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি দেড় লাখ টন ধান ও গম আমদানি করা হবে।

    আলী ইমাম মজুমদার জানান, এবার আমনের দাম কেজি প্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। বাজারে আমন ধান এলে চালের দাম কমতে শুরু করবে।

    তিনি আরও জানান, বর্তমান সরকার খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।

    ধান-চালের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামসহ আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

মিডিয়া অঙ্গন

  • তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে
    তৌহিদ আফ্রিদির বিয়ের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে

    বিনোদন ডেস্ক: গোপনে বিয়ে করেছেন দেশের পরিচিত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। গত জুলাইয়ের আন্দোলনে নানা বিতর্কের সৃষ্টির পর ঘরোয়া আয়োজনেই চুপিসারে বিয়ে সেরেছেন তিনি। তৌহিদ আফ্রিদির স্ত্রীর নাম রাইসা। একটি বেসরকারি বিশ্ববিদ্যাৃলয় থেকে স্নাতক শেষ করেছেন তিনি। দু’জনের মাঝে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। চুপিসারে বিয়ে করলেও মঙ্গলবার (১২ নভেম্বর) রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়ে তৌহিদ আফ্রিদির বিয়ের বেশ কয়েকটি ছবি।

    বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকেই তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো ফোনকল বা মেসেজের রিপ্লাই দেননি তিনি।

    এ বিষয়ে আফ্রিদির ঘনিষ্ঠমহলের কয়েকজন জানিয়েছেন, আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে, এছাড়াও সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন তিনি। যে কারণে বিয়ের পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে। যেখানে আত্মীয়স্বজন বাদে কাউকে রাখা হয়নি।

    এদিকে কাছেও আফ্রিদির বিয়ের বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশ পেয়েছে এসেছে। যেখানে একটি ভিডিওতে দেখা গেছে, হাতে মেহেদি দিয়ে আফ্রিদির নাম লিখেছেন তার স্ত্রী রাইসা। অপর একটি ভিডিওতে দেখা গেছে, কবুল বলার মুহূর্তে আবেগপ্রবণ হয়ে পড়ছেন তিনি।

    এছাড়াও পারিবারিক আয়োজনে বিয়েতে আফ্রিদি-রাইসাকে একাধিক ফ্রেমে দেখা মিলেছে। যেখানে শুধু দুজনের পরিবারের সদস্যরাই উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাইটিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ী থানায়।

    যেখানে প্রধান আসামি করা হয় শেখ হাসিনাকে। আসামির তালিকায় ২ নম্বরে ছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথী।

    এই ঘটনার পর থেকেই একপ্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি। গত দুই মাসেও কোনো সাড়া শব্দ শোনা যায়নি তার। এরই মধ্যে মঙ্গলবার রাতে প্রকাশ্যে এলো তার বিয়ের খবর।

তাজা খবর