আন্তর্জাতিক

  • আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত
    আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

    আন্তর্জাতিক ডেস্ক: আওয়ামী লীগের কার্যক্রমের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে এই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ সময় বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান তিনি।

    সংবাদ ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘যথাযথ প্রক্রিয়া ছাড়া আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা জারি করার ঘটনা একটি উদ্বেগজনক পদক্ষেপ।’’

    তিনি বলেন, ‘‘গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত ‘গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া’ নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন।’’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘‘আমরা বাংলাদেশে অবিলম্বে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে জোরালো সমর্থন জানাই।’’

    এর আগে, গত শনিবার শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। ওই দিন রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

    বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস-সহ আওয়ামি লীগ এর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    পরে সোমবার বিকেলের দিকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

শিল্প ও সাহিত্য

ইসলামের আলো

ধর্ম ও বিজ্ঞান

জাতীয়

  • দেশে ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি
    দেশে ফিরবেন খালেদা জিয়া, স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি

    অনলাইন ডেস্ক: দীর্ঘ চার মাস পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরবেন। সোমবার (৫ মে) সকাল ৯টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-২০২ নিয়মিত ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন তিনি। এরপর একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি। একইসঙ্গে তার দুই পুত্রবধূ ডা. জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরবেন।

    জানা যায়, খালেদা জিয়া রোববার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। সোমবার সকালে দেশে পৌঁছবেন তিনি। বিমানটি সিলেটে যাত্রী নামিয়ে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হকও উপস্থিত থাকবেন।

    সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশনেত্রী খালেদা জিয়াকে স্বাগত জানাতে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপিও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

    সিলেট বিএনপির নেতারা জানিয়েছেন, সোমবার সকাল ৮টার মধ্যেই সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষকে বিমানবন্দরের সামনে উপস্থিত থাকতেও শীর্ষ পর্যায়ের নেতারা নির্দেশনা দেওয়া হয়েছে।

    স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবেন। কমপক্ষে ঘণ্টাখানেক সিলেটের বিমানবন্দরে অবস্থান করবেন খালেদা জিয়া। সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। পরে তারা উপস্থিত নেতা-কর্মী ও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন ও খালেদা জিয়ার বার্তা পৌঁছে দেবেন।

    চলতি বছরের সাত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বিএনপি চেয়ারপারসন। লন্ডনে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি তারেক রহমানের বাসায় তাদের অধীনে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় খালেদা জিয়াকে।

মিডিয়া অঙ্গন

  • সিঙ্গাপুরে মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত
    সিঙ্গাপুরে মঞ্চ মাতিয়ে সমালোচনার শিকার মিষ্টি জান্নাত

    বিনোদন ডেস্ক : বিয়ের গুঞ্জন প্রেমসহ বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত। ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব রয়েছেন।

    এবার গানের তালে মঞ্চ মাতালেন মিষ্টি জান্নাত। নিজের ফেসবুক পেজে একটি নাচের ভিডিও শেয়ার করেছেন তিনি। যেখানে দেখা যায়, গানের তালে মঞ্চ মাতানোর পাশাপাশি ভক্তদেরও মাতিয়েছেন। এরপর ভক্তদের সঙ্গেও নেচেছেন।

    মিষ্টি জান্নাত সিঙ্গাপুরে এক অনুষ্ঠানে গিয়েছিলেন। তবে শেয়ার করা ভিডিওর কমেন্ট বক্সে নেটিজেনরা নাচের প্রশংসা না করে বেশ সমালোচনা করেছেন। অনেকে জায়েদ খানের সঙ্গেও তুলনা করেছেন।

    অন্তর নামে এক নেটিজেন লিখেছেন, ‘মিস্টার জায়েদ খান ফ্রম বাংলাদেশ মহিলা ভার্সন।’ মাহিমা আক্তারের ভাষ্য, ‘ওরে বাবা আপনি এতো কঠিন ড্যান্স শিখলেন কোথায়?’ আরেকজনের কথায়, ‘সাথে জায়েদ খান থাকলে ভালো হতো।আর একটু বেশি কান্না করতে পারতাম।’

তাজা খবর