বিনোদন ডেস্ক: অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি একটি পুরস্কার বিতরণী মঞ্চে বিশেষ সম্মাননা পেয়েছেন। পুরস্কারটি গ্রহণের পর দেওয়া এক সাক্ষাৎকারে তিনি নিজের প্রাপ্তি ও ভবিষ্যতে কাজের ধরন নিয়ে অকপটে কথা বলেন।

ভাবনা বলেন, এই সম্মাননা তাকে সত্যিই অনেক খুশি করেছে। তবে তার এই অর্জনের মূল কারণ কেবল অভিনয় বা কেবল নাচ নয় — বরং তাকে ‘প্যাশনেট আর্টিস্ট’ হিসেবে যে মূল্যায়ন দেওয়া হয়েছে — সেটাই তার কাছে সবচেয়ে বড় আনন্দের।

তার ভাষ্যে, ছোটবেলা থেকে আমি কখনোই কোনো একটি কাজে আবদ্ধ থাকতে চাইনি। আজও চাই না। আমার যা যা ভালো লাগে — আমি তাই করতে চাই।”

তিনি মনে করেন, সৃজনশীল মানুষের একটি দিক থাকতেই হবে — এমন ধারণা ঠিক নয়। শিল্পীকে শিল্পের বিভিন্ন ধারায় কাজ করতে দিতে হবে।

অভিনয়, মডেলিং ও নাচের পাশাপাশি বিভিন্ন কাজে নিজের আগ্রহের কথা তুলে ধরে ভাবনা বলেন — নিজের প্যাশনকে অনুসরণ করেই তিনি এগিয়ে যেতে চান। কোনো একটি নির্দিষ্ট কাজে নিজেকে আটকে রাখতে চান না তিনি।