আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার: মানচিনি

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২৯ বছর পর কোপা আমেরিকাজয়ী ও ইউরোজয়ী দুই মহাদেশের শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে ফিনালিসিমায় মানচিনির শিষ্যদের ৩-০ হারিয়ে বিশ্বসেরার খেতাব জিতে নিয়েছে আর্জেন্টিনা।

দলের এমন দাপুটে  পারফরম্যান্সের পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন দেখাও শুরু করে দিয়েছেন সমর্থকরা।

শুধু তাই নয়, আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের দাবিদার বলে মন্তব্য করে ইতালির কোচ রবার্তো মানচিনি বলেন, তারা আমাদের চেয়ে ভালো খেলেছে। জয়টা তাদেরই প্রাপ্য ছিল। আমি মনে করি কাতার বিশ্বকাপ ওরাই জিতবে।

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে মানচিনির সাফাইয়ের পরও নিজেদের ফেবারিট মানছেন না লিওনেল মেসি। ফিনালিসিমার লড়াই শেষে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, কাতার বিশ্বকাপে আরও অনেক ভালো দল খেলবে। আমরা বলতে পারি না যে আমরা সেখানে ফেবারিট। তবে, এটা সত্যি যে আমরা যে কারো ঘুম হারাম করে দিতে পারি। আমরা চেষ্টা করবো।

এদিকে, ফিনালিসিমার শিরোপা জিতে ফরাসি তারকা এমবাপ্পেকে দাঁতভাঙ্গা জবাব দিলেন লিওনেল মেসি।

মেসি বলেন, ইউরোপের চেয়ে দক্ষিণ আমেরিকার কন্ডিশনে খেলা অনেক চ্যালেঞ্জিং। হতে পারে বিশ্বকাপে সাম্প্রতিক সময়ে আগের মতো সাফল্য পাচ্ছে না দক্ষিণ আমেরিকার দলগুলো। তাই বলে গতিময় ফুটবল আমরা খেলতে পারি না এটাও ঠিক নয়। বাছাইপর্বে আর্জেন্টিনাকে অনেক কঠিন পরীক্ষার সামনে পড়তে হয়েছে। সেটা অনেকেই ভুলে গেছে। আমরা উন্নতি করছি। সেটা বিশ্বকাপের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *