জনি ডেপের মানহানি করেছেন তার সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ড, জুরিদের সিদ্ধান্ত

সাবেক স্ত্রী অভিনেত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানি মামলায় জিতে গেলেন হলিউড অভিনেতা জনি ডেপ। আদালতে জুরিদের সিদ্ধান্ত অনুযায়ী মিস্টার ডেপ পনের মিলিয়ন ডলার এবং মিস হার্ড দুই মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাবেন।

পত্রিকায় কলাম লিখে সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে পারিবারিকডলারের দাম বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিলেও তা কার্যকর হচ্ছে না কেন ? সহিংসতা বা নির্যাতনের অভিযোগ করেছিলেন অ্যাম্বার হার্ড। এর বিরুদ্ধে মানহানি মামলা করেছিলেন মিস্টার ডেপ। পরে পাল্টা মামলা করেন মিস হার্ড।

হলিউডের এই তারকা দম্পতির বিচ্ছেদ হয় ২০১৭ সালে। কিন্তু এবারের মানহানি মামলার জের ধরে ছয় সপ্তাহের শুনানিতে তাদের মধ্যকার তিক্ত সম্পর্কের নানা দিক বেরিয়ে আসে।

ভার্জিনিয়ার এই আদালতে মূলত উঠে এসেছে এই তারকা জুটির ঝঞ্ঝাবিক্ষুব্ধ বিবাহিত জীবন ও এর অসুখী সমাপ্তির বর্ণনা। আদালত থেকে সরাসরি প্রচারিত এই মামলার দিকে নজর ছিল সারা বিশ্বের অসংখ্য মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *