বিসিবির নির্বাচক প্যানেলে আরও দুজন

স্পোর্টস ডেস্কঃ গত বছরের জানুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক কমিটিতে হাবিবুল বাশার ও মিনহাজুল আবেদীন নান্নুর সঙ্গে আব্দুর রাজ্জাককে যুক্ত করা হয়েছিল। এই তিনজনের সঙ্গে আরও দুজনকে যুক্ত করা হবে বলে বৃহস্পতিবার গণমাধ্যমকে জানান নাজমুল হোসেন পাপন।

একই সঙ্গে বর্তমান নির্বাচক প্যানেলের মেয়াদ আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বোর্ডের বৈঠকে।

নাজমুল বলেছেন, ‘অপারেশন্স থেকে প্রস্তাব দেওয়া হয়েছে, বর্তমান প্যানেলের মেয়াদ আগামী বছরের বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হোক। এর মধ্যে আমরা কিছু একটা ব্যবস্থা করবো। তো এর সঙ্গে শুধু যুক্ত হয়েছে, আরও দুজন নির্বাচক বাড়ানো হবে।’

নির্বাচক প্যানেলের ওপর চাপ কমাতে সদস্য বাড়ানোর সিদ্ধান্ত এসেছে বললেন নাজমুল, ‘এখন যেটা হয়েছে, আমাদের অনেক খেলা। বয়সভিত্তিক ক্রিকেটেও যে খেলাগুলো হয় সবগুলো তাদের (বর্তমান প্যানেল) পক্ষে দেখা সম্ভব নয়। কারণ আমাদের জাতীয় দলের খেলাই এতো। সেজন্য আরও দুজনকে আমরা অন্তর্ভুক্ত করবো।’

বোর্ড সূত্রে জানা গেছে, সাজ্জাদুল হক শিপন, হান্নান সরকার ও মেহরাব হোসেন অপির নাম এসেছে। এই তিনজনের মধ্যে থেকে দুজনকে চূড়ান্ত করে কমিটিতে নিযুক্ত করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *