লোহাগাড়াতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

সারা বাংলাঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির খাঁন দিঘী এলাকায় একটি পাজারো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে রাসুলি মুসাফি আসলাম (২৬) নামে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৩ জুন) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত রাসুলি মুসাফি আসলামের বাড়ি বগুড়ায়। তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ছাত্র।

হাইওয়ে পুলিশের দোহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম ঢাকা পোস্টকে বলেন, কক্সবাজার থেকে প্রাডো পাজেরো গাড়িতে করে তারা চট্টগ্রাম শহরের দিকে আসছিলেন। গাড়িটি লোহাগাড়ায় পৌঁছার পর বৃষ্টির মধ্যে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এরপর গাড়িটি রাস্তার পাশে নিচু অংশে পড়ে যায়। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে তিনজনকে উদ্ধার করে লোহাগড়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসুলি মুসাফি আসলামকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *