পরকীয়া’ নিয়ে রাতে ঝগড়া, স্ত্রীকে খুন করে সকালে থানায় স্বামী

রংপুরের পীরগাছায় ‘স্ত্রীকে কুপিয়ে হত্যা’ করার কথা জানিয়ে থানায় আত্মসমর্পণ করেছেন মাইনুদ্দিন নামে এক যুবক। শুক্রবার (০৩ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তিনি পীরগাছা থানায় আসেন। এ সময় ডিউটি অফিসার তাকে আটক করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অন্নদানগর নয়াহাট খামারবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

অভিযুক্ত মাইনুদ্দীন একই খামারবাড়ি এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (পীরগাছা কাউনিয়া সার্কেল) আশরাফুল আলম পলাশ। তিনি বলেন, ‘মাইনুদ্দীন থানায় এসে স্ত্রীর পরকীয়া সম্পর্কের কারণে তাকে হত্যা করেছেন বলে জানান।’

সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম আরও বলেন, মাইনুদ্দীন আমাদের কাছে আটক আছেন। এ ঘটনায় এখনও মামলা হয়নি। পুলিশ এখনও ঘটনাস্থলে রয়েছে।

ঘটনাস্থল থেকে পীরগাছা থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, মাইনুদ্দীন ও তার স্ত্রী আয়েশা বেগম দুজনই ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েকদিন আগে তারা গ্রামে এসেছেন। আয়েশার বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িত এমন বিষয় নিয়ে রাতে দুজনের মধ্যে ঝগড়া হয়।

‘একপর্যায়ে মাইনুদ্দীন আয়েশাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ঘটনা জানাজনি হলে মাইনুদ্দীন বাড়ি থেকে পালিয়ে যান। সকাল সাতটার দিকে থানায় এসে তিনি আত্মসমর্পণ করেন।’ যোগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *