বেসরকারি উন্নয়ন সংস্থায় ৫৮ হাজার টাকা বেতনে চাকরি

ক্যারিয়ার ডেস্কঃ বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস অরিয়েন্টেড প্রোগ্রাম ইম্প্লিমেন্টেশন (পপি) সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের মাইক্রো সেক্ট্ররাল সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টের জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারেন।

পদের নাম : প্রোগ্রাম ম্যানেজার। পদের সংখ্যা : উল্লেখ নেই। আবেদন যোগ্যতা : সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৮-১০ ব্ছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অ্যাগ্রিকালচারাল ম্যানেজমেন্ট, জীবনযাত্রা, স্বাস্থ্য, নিউট্রিশন, জেন্ডার, ডিজাস্টার, রিস্ক ম্যানেজমেন্ট ও ফুড সিকিউরিটি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

এছাড়াও পরিকল্পনা গ্রহণ, বাজেট প্রণয়ন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, স্টাফ ম্যানেজমেন্ট, রিপোর্ট রাইটিং ও মনিটরিং কাজে দক্ষ হতে হবে।

যোগাযোগে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বিশেষ করে অফিস অ্যাপ্লিকেশনের কাজে পারদর্শী হতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ৫২০০০-৫৮০০০ টাকা। এছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের সিভি পাঠাতে হবে hr@popibd.org এই ঠিকানায়।

আবেদনের শেষ তারিখ : ১০ জুন, ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *