স্পোর্টস ডেস্ক : জাতীয় দলের হয়ে প্রথমবার এক ম্যাচে ৫ গোল করেছেন লিওনেল মেসি। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে মেসির পারফরম্যান্সে আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি এতটাই মুগ্ধ যে, ম্যাচের পর বলেছেন, ‘কী বলবো বুঝতে পারছি না। ভাষায় প্রকাশ করা কঠিন। তাকে (মেসি) ব্যাখ্যা করার মতো শব্দ অবশিষ্ট নেই। বিশেষ করে সে যা করলো। আমরা শুধু মেসিকে ধন্যবাদ জানাতে পারি।’
আর্জেন্টিনার সর্বকালের সেরা গোলদাতা মেসি। ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন গোলসংখ্যার দিক থেকে। তবে স্কালোনি মনে করেন, মেসি শুধু আর্জেন্টিনার নয়, পুরো বিশ্বেরই ঐতিহ্য। তিনি বলেন, ‘আমি মনে করি না, মেসি কেবল আর্জেন্টিনার ঐতিহ্য। সে পুরো বিশ্বের।
যেদিন থেকে মেসি আর খেলবে না আমরা তাকে মিস করবো। আশা করি সে তার খেলা চালিয়ে যাবে যাতে সবাই তার খেলা উপভোগ করতে পারে। কারণ ওর খেলা দেখা চোখের শান্তি।’
লা ফিনালিমিয়ায় ইতালিকে ৩-০ গোলে উড়িয়ে দেয়ার পর এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয়; রেকর্ড টানা ৩৩ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপের দাবি জোড়ালো করছে আর্জেন্টিনা। এস্তোনিয়ার বিপক্ষে একাদশে বেশ কয়েকটি পরিবর্তন এনেও শিষ্যদের কাছ থেকে দাপুটে পারফরম্যান্সই উপহার পেলেন স্কালোনি।
আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রথমার্ধে ওরা বেশি রক্ষণাত্মক ছিল। দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় উন্নতি হয়েছে। কয়েকটি পজিশনাল পরিবর্তনের ফলে ম্যাচটা ওপেন হয়ে যায় আর শেষ হয় ভিন্ন ফল নিয়ে।’