স্টাফ রিপোর্টার : রাজবাড়ী পৌর আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. উজির আলী শেখের সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি অধ্যাপক ফকরুজ্জামান মুকুট, হেদায়েত আলী সোহরাব।
জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু , সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড. শফিকুল ইসলাম মামুন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি লিয়াকত আলী চৌধুরী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান, পৌর যুব মহিলা লীগের সভাপতি মুক্তি রানী কর, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৬৬ সালের এ দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙ্গালী জাতির মুক্তির সনদ ৬ দফা দাবীর পক্ষে দেশ ব্যাপী গণআন্দোলনের সূচনা করেন। পরবর্তীতে তা মুক্তি আন্দোলনে রুপ নেয়।