আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে দেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানিমুখী এই স্থলবন্দরটির কার্যক্রম বন্ধ রয়েছে।

বাংলাদেশ ফেডারেশন অব সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের ডাকে চলা এ কর্মবিরতির ফলে স্থলবন্দরে অন্তত ৫টি রপ্তানি পণ্য-বোঝাই ট্রাক আটকা পড়েছে। এই কর্মবিরতির ফলে এ বন্দর দিয়ে অন্তত ৩ লাখ মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান আহমেদ খলিফা জানান, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক মৌলিক অধিকার পরিপন্থী কাস্টমস এজেন্টস লাইসেন্সিং বিধিমালা-২০২০ এবং পণ্য চালান শুল্কায়নে এইচএস কোড ও সিপিসি নির্ধারণে প্রণীত বিতর্কিত আইন বাতিলের দাবিতে সারাদেশেই কর্মবিরতি চলছে।

তিনি আরও জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আজকে কর্মবিরতি পালন করছি। আমরা ফেডারেশনের সঙ্গে একমত পোষণ করছি। এই কালো আইন বাতিলের পক্ষে আমরা সোচ্চার, দাবি আদায় না হলে পরবর্তীতে লাগাতার কর্মসূচি দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *