বিশ্বকাপ ট্রফির সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

স্পোর্টস ডেস্কঃ  বুধবার (৮ জুন) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিশ্বকাপের ট্রফি দেখে উচ্ছ্বসিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ‘ফিফা বিশ্বকাপ ট্রফি’ বরণ উপলক্ষে আগত প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন।

কাতার বিশ্বকাপকে সামনে রেখে ৫১টি দেশে ট্রফি ট্যুরের আয়োজন করেছে ফিফা। সেই ধারাবাহিকতায় আজ বাংলাদেশে এসে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি।

পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে করে সকাল ১১টার দিকে ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। সঙ্গে এসেছেন ফ্রান্সের হয়ে ১৯৯৮ বিশ্বকাপ জেতা ফুটবলার ক্রিস্তিয়ান কারেম্বু। ৬.১ কেজি ওজনের সোনালি রঙের ট্রফিটি গ্রহণ করবেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন ও বিশ্বকাপের স্পন্সর কোকা-কোলার কর্মকর্তারা।

আগামীকাল দ্বিতীয় দিন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‍্যাডিসন ব্লুতে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। তবে তা কেবল কোকা-কোলার আমন্ত্রিত অতিথিদের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *