ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা নিশাত নাওয়ার সালওয়া পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার (৮ জুন) হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এই অভিনেত্রী। তার সঙ্গে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার এই প্রজন্মের নায়িকা নিশাত নাওয়ার সালওয়া পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। বুধবার (৮ জুন) হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত এই অভিনেত্রী। তার সঙ্গে যাচ্ছেন পরিবারের সদস্যরা।

সালওয়া বলেন, ‘আল্লাহর রহমতে মা-বাবার সঙ্গে আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহপাক যেন আমার সব ভালো চাওয়া এবং প্রার্থনা কবুল করেন।’

হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত করবেন কি না? জানতে চাইলে সালওয়া বলেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে।’ এর আগে গত বছরের নভেম্বরে হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করতে যান সালওয়া।

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

এরইমধ্যে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে তার। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে কাজ করেছেন সালওয়া। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে সালওয়া অভিনীত ‘বীরত্ব’ ও ‘বুবুজান’। এ দুই সিনেমায় তার বিপরীতে আছেন ইমন ও শান্ত খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *