কোন খাত থেকে কত টাকা আসবে, কোথায় খরচ হবে

ছবি : প্রথম আলো

নিউজ ডেস্কঃ ২০২২-২৩ অর্থবছরের বাজেটের সম্ভাব্য আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার, যা জিডিপির ১৫ দশমিক ৪০ শতাংশ। বাজেটে ঘোষিত বিপুল পরিমাণ কোথা থেকে আসবে এবং কোন খাতে খরচ হবে -এমন চিত্র তুলে ধরা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে এ বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট ও ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেট জাতীয় সংসদে পেশ করার সম্মতি দিয়েছেন। রাষ্ট্রপ্রধান আজ বিকেল ২টা ৪০ মিনিটে তার জাতীয় সংসদ ভবনের অফিসে এই সম্মতি প্রদান করেন।

২০২১-২২ অর্থবছরে বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, যা জিডিপির ১৭ দশমিক ৫০ শতাংশ। এক বছরের ব্যবধানে জিডিপির অংশ হিসাবে বাজেটের আকার ২ শতাংশ কমিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ দশমিক ২ শতাংশ। তার আগের অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা।

চলতি ২০২১–২২ অর্থবছরে ৬,০৩,৬৮১ কোটি টাকার বাজেট ঘোষিত হলেও সংশোধিত বাজেটে তা কমে ৫,৯৩,৫০০ কোটি টাকায় দাঁড়ায়। আগামী ২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আয়–ব্যয়ের চিত্র (কোটি টাকায়)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *