রাশিয়ার বিরুদ্ধে তীব্রতর নিষেধাজ্ঞা চান জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন- ইইউ’র প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইইউ প্রধান উরসুলা ভন ডার লিয়েন শনিবার ইউক্রেনে সফরে আসলে এ আহ্বান জানান তিনি।

শনিবার কিয়েভ সফরে আসেন উরসুলা ভন ডার লিয়েন। ইউক্রেনের ইইউতে যোগ দেওয়াসহ বিভিন্ন ইস্যুতে জেলেনস্কির সঙ্গে আলোচনা হয় তার।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের সঙ্গে আলাপের সময়, মস্কোর বিরুদ্ধে ইতোমধ্যে যেসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন জেলেনস্কি।

তিনি বলেন, আমি রাশিয়ান ফেডারেশনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা নীতির জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে কৃতজ্ঞ, এতে আমাদের লড়াইয়ে সহায়ক হয়েছে। তবে, দুঃখজনক যে যুদ্ধ এখনও চলছে। তাই নিষেধাজ্ঞার সপ্তম প্যাকেজ আরোপের প্রয়োজন।

ইউক্রেনে অভিযানের জেরে এ পর্যন্ত রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠান, ক্ষমতাধর ও ধনাঢ্য ব্যক্তিদের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্সও নিষেধাজ্ঞা দিয়ে আসছে রাশিয়ার বিরুদ্ধে।

সূত্র: আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *