বিনোদন ডেস্কঃ অনেকদিন ধরেই অভিনেত্রী মৌসুমীকে বিরক্ত করছিলেন অভিনেতা জায়েদ খান। এ নিয়ে জায়েদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমীর স্বামী ওমর সানি।
গত শুক্রবার (১০ জুন) রাতে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলার সময় জায়েদকে চড় মারেন সানি। এই সময় ক্ষেপে গিয়ে পিস্তল বের করে সানিকে গুলি করার হুমকি দেন জায়েদ খান। এদিকে, এই অভিযোগ অস্বীকার করেছেন জায়েদ খান।
রোববার (১২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে সভাপতি ইলিয়াস কাঞ্চন বরাবর এমনই লিখিত অভিযোগ করেছেন ওমর সানী।
ওমর সানী লিখিত অভিযোগ হুবহু তুলে ধরা হল,
অতএব, আমি মনে করি এমন একজন পিলধারী সন্ত্রাসী বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য থাকতে পারে না। উল্লেখিত বিষয়ে বিশেষভাবে বিবেচনাপূর্বক জায়েদ খানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি।”
সমিতিতে অভিযোগ জমা দিয়ে ওমর সানী বলেন, ইলিয়াস কাঞ্চন, আলমগীর, ডিপজল ভাইসহ সিনিয়র অনেকেই এখনো বেঁচে আছেন। তারা অভিযোগ সুন্দরভাবে মূল্যায়ন করবেন সেটাই কামনা করি। সুন্দরভাবে যেন বাকি জীবনটা বেঁচে থাকতে পারি সেই দোয়া করবেন।