স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবার আগে টেস্টে পাঁচ হাজারী ক্লাবের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা ছিল তামিমের। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে সে সম্ভাবনা কথা জানিয়েছিলেন তামিম। তবে প্রচন্ড গরমে ১৩৩ রানে ইনিংস থেমে যাওয়ার পর ১৯ রানের লক্ষ্যটা অপেক্ষায় রেখেছে তামিমকে।
সর্বশেষ মিরপুর টেস্টে পেয়ার পেয়ে (উভয় ইনিংসে ০) বেড়েছে অপেক্ষা। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের শুরুতেই ওপেনিংয়ে নিজের অপরিহার্যতার জানান দিয়েছেন এই বাঁ হাতি।
এন্টিগায় চলমান তিনদিনের ওয়ার্ম আপ ম্যাচে ৮ বোলার ব্যবহার করেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্টস একাদশ তামিমকে আউট করতে পারেনি। ৭ ঘন্টা ব্যাট করে দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। প্রথম দিন ১৪০ রানে ব্যাটিংয়ে থাকা তামিম দ্বিতীয় দিনে ইনিংস টেনে নিয়েছেন ১৬২ নট আউট (২৮৭ বলে ২১ চার, ১ ছক্কা)। তামিমের এমন ব্যাটিংয়ে বাংলাদেশ ৩১০/৭-এ ইনিংস ঘোষণা করেছে।
ব্যাটিং অনুশীলনটা ভাল হলেও বোলিং অনুশীলনটা হয়নি প্রত্যাশিত। বাংলাদেশের ৩১০/৭ডি. এর জবাবে স্বাগতিক ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের স্কোর দ্বিতীয় দিন শেষে ২০১/৪। পেস বোলার এবাদত পেয়েছেন ৩ উইকেট (৩/৫১)। অন্য উইকেটটি পেয়েছেন তরুণ পেসার রেজাউর রহমান রাজা (১/৪৭)। স্বাগতিক দল এখনো পিছিয়ে ১০৯ রানে।
দ্বিতীয় দিন খুব বেশিক্ষণ ব্যাট করেনি বাংলাদেশ দল। ২৭৪/৬ স্কোর নিয়ে ব্যাটিংয়ে নেমে এক ঘন্টা ব্যাট করে ৩৬ রান যোগ করে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ দল। ৭ম উইকেট জুটিতে যোগ করেছে বাংলাদেশ ৪১ রান। প্রথম দিন শেষে ১৪০ রানে ব্যাটিংয়ে থাকা তাতিম যোগ করেছেন ২২ রান। টেস্ট মেজাজে ব্যাটিংয়ে এন্টিগায় অনুশীলন ম্যাচে প্রথম ইনিংসে ওভারপ্রতি ৩.২ হারে রান করেছে বাংলাদেশ দল।
জবাব দিতে এসে ওপেনিং পার্টনারশিপের ১০৯, দ্বিতীয় উইকেট জুটির ৪৬ রানে ভালই চ্যালেঞ্জ ছুঁড়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ। ইনিংসের প্রথম ব্রেক থ্রু দিয়েছেন রেজাউর রহমান রাজা। ওপেনার ত্যাগ নারায়ন চন্দরপলকে (৫৯) ফিরিয়ে দিয়েছেন এই পেসার। ১৫৫ থেকে ১৬৭-এই ১২ রানে ওয়েস্ট ইন্ডিজের ৩ উইকেট ফেলে দিয়েছেন এবাদত (১২-০-৫১-৩)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৩১০/৭ ডি. (৯৭.০ ওভারে),তামিম ১৬২*, মোসাদ্দেক ১৯, রেজাউর ০*; ম্যাকসুইন ১৪-১-৫৭-১, লুইস ১৫-৩-৪৭-২, মিন্ডলে ১০-৪-২২-১, আর্চিবল্ড ১০-১-৩২-০, চার্লস ১৮-৪-৫৭-১, চেইস ৪-১-১৭-০, ওয়ারিক্যান ১৭-৭-৩৪-১ ক্যারিয়াহ ৯-০-৩১-১।
ওয়েস্ট ইন্ডিজ প্রেসিডেন্ট একাদশ ১ম ইনিংস: ২০১/৪ (৬৬.০ ওভারে), ত্যাগ নারায়ন চন্দরপল ৫৯, সলোজানো ৮৩*, ইমলাক ২৭, এথেনাজে ০, চেইস ৬, ক্যারিয়াহ ২১*; এবাদত ১২-০-৫১-৩, খালেদ ১২-৩-৩১-০, রেজাউর ১৩-১-৪৭-১, মিরাজ ১৩-৫-২৫-০, তাইজুল ১১-৩-৩৬-০, মোসাদ্দেক ৪-১-৬-০, শান্ত ১-০-৩-০।