হাজারো দুঃখ পেলে সন্তানকে দূরে সরিয়ে দিতে পারেন না মা। বুকে জড়িয়ে আগলে রাখতে চান পরম মমতায়। আয়েশা বেগম (৮৫) সেটাই প্রমাণ করলেন। যে সন্তানরা বৃদ্ধ মাকে চরম অবহেলায় গোয়াল ঘরে ফেলে রেখে গ্রেপ্তার হয়েছিল, তাদেরকেই জামিনে ছাড়িয়ে আনলেন আয়েশা বেগম।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার মধ্য চারিগ্রামের মৃত হজরত আলী স্ত্রী আয়েশা বেগম। বয়স ৮৫ বছর। তিন ছেলে মো. কলম , মোস্তফা ও চানু মিয়া। চানু মিয়া প্রবাসী। অন্য দুই ভাই কৃষি কাজ করেন। পৈত্রিক বাড়িতে স্ত্রী সন্তানদের নিয়ে থাকেন। মা আয়েশা বেগমও থাকতেন। কিন্তু ঘরে জায়গার অভাবের কথা বলে ছয় মাস আগে মাকে পাঠানো হয় গোয়াল ঘরে। সেখানে খাবারও ঠিক মত দেওয়া হতো না।

বিষয়টি এলাকার লোকজনের মাধ্যমে জানতে পারেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান। তাৎক্ষনিক তার নির্দেশে সিংগাইর পুলিশ গত রবিবার আয়েশা বেগমকে গোয়াল ঘর থেকে উদ্ধার করে। আটক করে দুই ভাই কলম ও মোস্তফা এবং চানু মিয়ার স্ত্রী মর্জিনাকে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, পরদিন সোমবার ভরণ-পোষণ না করার অভিযোগে আয়েশা বেগম তার দুই ছেলে কলম ও মোস্তফা এবং চানুর স্ত্রী মর্জিনা মামলা করেন। আটককৃতদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কিন্তু আয়েশা বেগম তার সন্তানদের জামিন চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *