গোলা একটি বাজারে এসে পড়লে সেখানে আগুন ধরে যায়। ছবি: রয়টার্স
নিউজ ডেস্কঃ
ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে।ইউক্রেনীয় বাহিনীর গোলাবর্ষণে সোমবারের এ হতাহতের ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ বিচ্ছিন্নতাবাদীদের।
রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে। পরে রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়, কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায়।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা টিএএসএস জানায়, দোনেৎস্ক পিপলস রিপাবলিকে (ডিপিআর) ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণে পাঁচ জনের মৃত্যু হয়েছে এবং আহতের সংখ্যা বেড়ে ৩৩ জনে দাঁড়িয়েছে বলে প্রজাতন্ত্রটির জয়েন্ট সেন্টার ফর সিজফায়ার কোঅর্ডিনেশন এন্ড কন্ট্রোল (জেসিসিসি) মিশন এক বিবৃতিতে জানিয়েছে।
দোনেৎস্ক মাইস্কি বাজারে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্সদোনেৎস্ক মাইস্কি বাজারে গোলার আঘাতে ক্ষতিগ্রস্ত একটি গাড়ি। ছবি: রয়টার্সদোনেৎস্কের বিচ্ছিন্নতাবাদী নেতা দেনিশ পুশিলিন ইউক্রেইনের হামলা প্রতিরোধ করার জন্য আরও রুশ বাহিনী পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন।
এসব প্রতিবেদনের বিষয়ে কিইভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি এবং বার্তা সংস্থা রয়টার্সও এসব প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যার এ হামলায় নিহতদের মধ্যে শিশুও আছে বলে রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে।
মাতৃসদনে হামলার বিষয়ে একজন রুশ প্রতিনিধি বলেছেন, “ত্বরিত পদক্ষেপ নেওয়ার জন্য কর্মীদের ধন্যবাদ, সেখানে কেউ আহত হয়নি।”
এর আগে বার্তা সংস্থা দোনেৎস্ক মাইস্কি বাজারের জ্বলন্ত দোকান ও মাটিতে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে এমন ছবি দেখিয়েছে।
জাতিসংঘের মুখপাত্র স্তেফেন ডুজারিক জানিয়েছেন, কর্মকর্তারা হাসপাতালে হামলার প্রতিবেদনগুলো দেখেছেন।
“এটি খুব যন্ত্রণাদায়ক। বেসামরিক অবকাঠামোতে যে কোনো হামলা, বিশেষভাবে স্বাস্থ্য স্থাপনাগুলোতে, আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন,” বলেছেন তিনি।