বরগুনা প্রতিনিধি : ‘জীবনে তো অনেক ভোট দেলাম, তক্তার বাক্স (কাঠের ব্যালট বাক্স) হইতে শুরু কইরা প্লাস্টিকের ভোটের বাক্স, সবটায় আমার ভোট দেওয়া আছে। তয় জীবনের শ্যাষে আইয়া মেশিনে (ইভিএম) ভোট দেলাম। এইডাই মনে হয় আমার জীবনের শ্যাষ ভোট।’প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিয়ে এসব কথা বলেন বরগুনার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের শতবর্ষী সেকান্দার হাওলাদার (১০৪)।

বুধবার (১৫ জুন) দুপুর ২টার দিকে ইউনিয়নের চন্দনতলা মাদ্রাসার ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন তিনি। এর আগে পুলিশ ও আনসার সদস্যদের সহযোগিতায় বৃদ্ধ সেকান্দারকে ভোটকেন্দ্রে নিয়ে আসেন তার ছোট ছেলে খবির হাওলাদার।

ভোট দেওয়ার পরে তিনি অভিজ্ঞতা প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার বয়স একশ ছাড়াইছে, আর বাঁচমুইবা কয়দিন। আবার পাঁচ বছর পর নির্বাচন আইবে, শরীর রোগের বাসা, আগামী ভোট পর্যন্ত বাঁচার কোনো আশা দেখতাছি না। তয় এইবার মেশিনে ভোট দিছি৷ কোনো কাগজপত্র (ব্যালট) লাগে না, আঙ্গুল ছোঁয়াইলেই ভোট দেওয়া হইয়া যায়। জীবনের শ্যাষ ভোটটা এইবার মেশিনে দিলাম।’

সেকান্দার হাওলাদারের ছেলে খবির হাওলাদার বলেন, বাবার শরীরের অবস্থা বেশি ভালো না। খেতে পারেন না কিছু। বাড়ি থেকে কেন্দ্র একটু দূরে হওয়ায় আমরা বলছিলাম কেন্দ্রে না আসতে। কিন্তু মানুষের কাছে ইভিএমের কথা শুনে তিনি ভোট দেওয়ার জন্য বায়না ধরে। তাই দুপুরের দিকে কেন্দ্রে নিয়ে আসি বাবাকে। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে বাবা অনেক খুশি।

উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, তালতলীর ৬ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আজ ১৫ জুন। তবে ১৩ জুন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলার সোনাকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থাগিত করে নির্বাচন কমিশন।

আজ তালতলীর পচাকোড়ালিয়া, ছোটবগী, বড়বগী, নিশানবাড়িয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এই ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ১৫৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি পরিস্থিতি এড়াতে প্রতিটি ইউনিয়নে তিনজন করে মোট ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্বরত আছেন।

উল্লেখ্য, পচাকোড়ালিয়া, ছোটবগী, বড়বগী, নিশানবাড়িয়া ও কড়ইবাড়িয়া ইউনিয়নে মোট ৬০ হাজার ৬৫৮ জন ভোটার । এর মধ্যে পুরুষ ভোটার ৩০ হাজার ৭০৫ জন এবং নারী ভোটার রয়েছেন ৩০ হাজার ১৫১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *