কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে ইভিএম যাচাইয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে বুথে ঢুকতে বাধা দিয়েছেন নাজমুল আমিন নামে এক প্রিসাইডিং অফিসার। বুধবার (১৫ জুন) দুপুরে নগরীর ১৯ নং ওয়ার্ডের নেউরা এমআই উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ইভিএমে নৌকা ছাড়া আর কোনো প্রতীক নেই। এমন অভিযোগ তোলা হয় নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের নেউরা এমআই উচ্চবিদ্যালয় কেন্দ্রে।

ভোটারদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সত্যতা যাচাইয়ে ওই কেন্দ্রে যান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট ওমর ফারুক। কিন্তু তাকে বুথে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি।

কেন্দ্র থেকে বের হয়ে ম্যাজিস্ট্রেট ওমর ফারুক সাংবাদিকদের জানান, কয়েকজন ভোটারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি সেই কেন্দ্রে সমস্যাটি দেখতে যাই। কিন্তু সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার নাজমুল আমিন আমাকে বুথে প্রবেশ করতে দেননি।

ঘটনার বিষয়ে প্রিসাইডিং অফিসার নাজমুল আমিন বলেন, আমাদের ট্রেনিংয়ে বলা হয়েছিল, বুথের ভেতরে ভোটার ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। কেউ বুথের ভেতরে অসুস্থ হলে সেটা ভিন্ন বিষয়। ম্যাজিস্ট্রেট স্যারকে সে কথাটাই বলেছি। এ ঘটনার বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।

এ নিয়ে কথা বলার জন্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওমর ফারুককে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রসঙ্গত, বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এখন চলছে গণনার কাজ।

এবারের কুসিক নির্বাচনে ৫ জন মেয়র প্রার্থী, ১০৮ জন কাউন্সিলর প্রার্থী, ৩৬ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২। তৃতীয় লিঙ্গের ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *