স্পোর্টস ডেস্কঃ
সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ১৫ ম্যাচে ৩ সেঞ্চুরি, ৯ ফিফটিতে ৮১.২৮ গড়ে এবং ৯৮.৬১ স্ট্রাইক রেটে ১১৩৬ রানে ইতিহাস রচনা করেছেন এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদার যে কোনো আসরে এটি বিশ্বরেকর্ড।
১৯৯১ সালে টম মুডির রেকর্ড ৯৭১ রানকে পেছনে ফেলে বিজয় দিয়েছেন এই বিজয়বার্তা। এমন পারফরমেন্সে ৩ বছর পর বিজয়কে নির্বাচকরা ফিরিয়েছেন সীমিত ওভারের সিরিজের স্কোয়াডে। এতেই ফেলেছেন বিজয় স্বস্তির নিশ্বাস।
তবে এর চেয়েও বড় সুখবর দিয়েছেন তাকে নির্বাচকরা। ২০১৩ থেকে ২০১৪, এই এক বছরে ৪ টেস্টে সর্বসাকূল্যে ৭৩ রানে (গড় ৯.১২) থেমে গিয়েছিল তার তার টেস্ট ক্যারিয়ার।
ইয়াসির আলী রাব্বী পিঠের ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়ায় সুখবর পেয়েছেন বিজয়। ৮ বছর পর ফিরেছেন বিজয় টেস্ট দলে। আগামী ২৪ জুন থেকে সেন্ট লুসিয়ায় অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টেস্টের দলে নির্বাচকরা রেখেছেন তাকে। বৃহস্পতিবার রাত ১০টা ৩৪ মিনিটে এ খবর দিয়েছে বিসিবি।
১০৫টি প্রথম শ্রেনীর ম্যাচে ২২ সেঞ্চুরি এবং ৪৫.৩২ গড়ে ৭৪৭৯ রানে দীর্ঘ পরিসরের ম্যাচের টেম্পারম্যান্ট আছে তার। ঘরোয়া ক্রিকেটে ব্যাটিং ধারাবাহিকতার পুরস্কার দিতে ৮ বছর পর ফিরিয়ে আনা হয়েছে বিজয়কে, ক্রিকবাজকে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু-‘ইয়াসির আলী রাব্বী ইনজুরিতে পড়ায় ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে বিজয়কে পাঠানো হচ্ছে।’