অনলাইন ডেস্কঃ ইউক্রেনে রুশ হামলার পর চলতি বছরই রাশিয়া ছাড়তে পারেন ১৫ হাজারের বেশি ধনকুবের। অভিবাসীদের নিয়ে কাজ করা লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি এন্ড পার্টনার্স এসব তথ্য জানিয়েছে ।
প্রতিষ্ঠানটি বলছে, রাশিয়ার যেসব ব্যক্তির মোট সম্পদের পরিমাণ ১০ লাখ ডলারের বেশি, তাদের ১৫ শতাংশই ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এখন আর নিজ দেশে থাকতে চাইছেন না। চলতি বছরই রাশিয়া ছাড়তে চান এমন মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি।
প্রতিষ্ঠানটির গবেষক অ্যান্ড্রু অ্যামোইলসের মতে, গত এক দশকে রুশ ধনকুবেরদের অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। তবে ইউক্রেন যুদ্ধ ও মস্কোর ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা এ প্রবণতা বাড়িয়েছে।
ধনকুবেরদের দেশ ছাড়ার এ প্রবণতা রাশিয়ার জন্য সতর্কবার্তা বলে মন্তব্য করেন অ্যান্ড্রু অ্যামোইলস। তিনি বলেন, ধনী ব্যক্তিরা দেশের পতন অনিবার্য মনে করলে বিদেশে পাড়ি জমাতে শুরু করেন। ইতিহাসে এমন অনেক ঘটনা দেখা যায়। নিজ দেশের অর্থনীতিকে নিরাপদ না মনে করায় ব্যক্তিগত সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বিদেশে পাড়ি জমান। নিজের সহায়–সম্পদও সঙ্গে নিয়ে যান।
তবে হেনলি অ্যান্ড পার্টনার্স রুশ ধনকুবেররা কোন দেশে যাবেন সে তথ্য জানায়নি। বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে থাকতে বেশি পছন্দ করেন। তবে ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপমুখী হতে রুশ ধনকুবেররা সতর্ক থাকবেন। বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে রাশিয়া ছাড়তে যাওয়া ধনীদের সবচেয়ে নিরাপদ গন্তব্য হতে পারে আরব আমিরাত, বিশেষত দুবাই।
কারণ, রাশিয়া থেকে মাত্র কয়েক ঘণ্টার ফ্লাইটে সেখানে পৌঁছানো যায়। ইউএই কয়েক বছর ধরে রুশ পর্যটকদের কাছে খুব জনপ্রিয় হয়েছে। দেশটিতে সম্পত্তি কিনেছেন অনেক রুশ ক্রেতা।