অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে দুই মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ জুন) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। এর আগে বুধবার রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘খ’ সার্কেলের উপপরিদর্শক মোঃ রহমত আলীর নেতৃত্বে একটি গৌরীপুর রেলস্টেশনে অভিযান চালায়। অভিযানে ১ গ্রামে হেরোইন সহ দুই মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালদে দণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পৌর শহরের স্টেশন রোড এলাকার মৃত অহিদ মিয়ার ছেলে আলাল মিয়া (৩৮) ১৫ মাস কারাদণ্ড ও ২ হাজার ৫শ টাকা জরিমানা এবং নতুন বাজার এলাকার মৃত কদ্দুস মিয়ার ছেলে উজ্জল মিয়া (৪০) ৭ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।