স্পোর্টস ডেস্ক : শেষ কিছুদিন ধরেই বার্সেলোনা হন্যে হয়ে তরুণ সেন্টারব্যাকের খোঁজে আছে। সেই সেন্টারব্যাকের খোঁজ তারা পেয়েছে স্প্যানিশ দল সেভিয়াতে, তাদের ডিফেন্ডার জুলস কুন্দেকে মনে ধরেছে কোচ জাভি হার্নান্দেজের।

এই খবরটা পৌঁছে গেছে ফরাসি ডিফেন্ডার কুন্দের কানেও। বার্সেলোনায় যোগ দেওয়ার জন্য প্রিমিয়ার লিগ জায়ান্ট চেলসির প্রস্তাবও পায়ে ঠেলে দিচ্ছেন তিনি, জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

দুই সেন্টারব্যাক অ্যান্টোনিও রুডিগার আর আন্দ্রেয়াস ক্রিশ্চেনসেনের চুক্তি শেষ হয়ে গেছে চেলসির। ফলে রক্ষণে এই শূন্যতা পূরণে কুন্দেকেই দলে ভেড়ানোর দৌড়ে আছে দলটি।

ঠিক এমনই সময়ে এই বার্সেলোনা কুন্দের ওপর আগ্রহ দেখিয়েছে। ভঙ্গুর রক্ষণকে বদলে দিতে কোচ জাভি দলে চান ফরাসি ডিফেন্ডারকে। তিনি দলে এলে জাভির প্রথম একাদশে জায়গা করে নেবেন বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম। তার সঙ্গে চেলসিকে বিদায় বলা ক্রিশ্চেনসেনও হবেন দলের প্রথম সারির ডিফেন্ডার।

সেটা জানার পর বার্সেলোনাতেই যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন কুন্দে। সেভিয়াকে তিনি তা জানিয়েও দিয়েছেন। ইংলিশ ক্লাব চেলসি তো আছেই, নিউক্যাসল ইউনাইটেডও তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছিল, সেজন্যে ৯০০ কোটি টাকা খরচেও রাজি ছিল ক্লাব দুটো।

তবে কুন্দের সঙ্গে সেভিয়ার চুক্তিতে বলা আছে, রিলিজ ক্লজ ৯০০ কোটি টাকা হলেও তার পছন্দের ক্লাবের জন্য টাকার অঙ্কটা নেমে আসবে ৬৫০ থেকে ৭০০ কোটি টাকায়। কুন্দের বার্সায় যেতে চাওয়ার ফলে কাতালানরা পেতে যাচ্ছে সেই সুবিধাটা।

ক্লাবটির অর্থনৈতিক পরিস্থিতি অবশ্য খুব একটা সুবিধের নয় এখনো। সে কারণে ক্লাবটি এই প্রস্তাবে একজন ডিফেন্ডার জুড়ে দেওয়ার পরিকল্পনা করেছে। রাইটব্যাক সার্জিনিও ডেস্টকে এই চুক্তিতে যোগ করা হবে বলে জানাচ্ছে স্প্যানিশ সংবাদ মাধ্যম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *