বিয়ের পরেও পকেটে কনডম নিয়ে ঘোরেন রণবীর সিং

বিনোদন ডেস্কঃ
অদ্ভুত যৌনজীবন? তা বলা যায় না। যৌনতার অভিজ্ঞতা শৈশবেই হয়েছিল রণবীর সিংয়ের!
প্রথম যৌনতার স্বাদ কে কখন পায়, তা কি বলা যায়! সব সময়ে যে স্বেচ্ছায় সেই অভিজ্ঞতা হয়, এমনও তো নয়। অসম প্রেম বা যৌন হেনস্থার হাত ধরে অসময়ে যৌনতা এসে পড়ে জীবনে।

যেমন বলিউড অভিনেতা রণবীর সিংহ জানিয়েছিলেন, ১২ বছর বয়সেই কৌমার্য হারিয়েছিলেন তিনি। বলিপাড়ার অলিগলিতে রমণীমোহন হিসেবেই তাঁর নামডাক! তার বীজও কি নিহিত ছিল তাঁর শৈশবেই?

মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর জানান, তাঁর প্রথম যৌনমিলনের অভিজ্ঞতা হয়েছিল মাত্র ১২ বছর বয়সে। ২৬ বছর বয়সে পৌঁছতেই বুঝে গিয়েছিলেন, তিনি নিজে যৌনতাসর্বস্ব মানুষ। তা মেনে নিয়েই সহজ জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছেন অভিনেতা।

পুরস্কার নিতে মঞ্চে অর্জুন, গল্পে বিভোর কিয়ারা-সিদ্ধার্থর খেয়ালই নেই!
শুধু তা-ই নয়, কখন কী হয়ে যায়, সে কথা মাথায় রেখে মানিব্যাগে সব সময় কনডম রাখেন। সে কথাও নিজেই কবুল করেন ‘গালি বয়’। তাঁর মতে, জন্মদিনের সেরা উপহার উদ্দাম যৌনমিলন।

তবে এ-ও সত্যি যে, যৌবনে কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন অভিনেতা। এক প্রযোজক তাঁকে আড়ালে ডেকে প্যান্ট নামিয়ে বলেছিলেন, ‘‘এটা দেখো, ধরো।’’ জীবনের সেই অন্ধকার দিকগুলো সামনে আনতে দ্বিধা করেননি বর্তমানে দীপিকা পাড়ুকোনের স্বামী। শোনা যায়, দু’জনে সুখী সংসারী। রণবীরের এমন ‘গোলমেলে’ যৌন অভিজ্ঞতা কি মানুষ হিসেবে তাঁকে বদলে দিয়েছে? সে প্রশ্নের উত্তর যদিও এখনও অধরা।

সূত্রঃ আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *