১৬ লাখ টাকার ত্রান নিয়ে হাজির তাশরিফ

ছবিঃ ফেসবুক
নিউজ ডেস্কঃ 
সিলেট ও মৌলভীবাজারে পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় প্রায় ৫০ লাখ মানুষ এখন পানিবন্দি। পরিস্থিতি সামাল দিতে হতে পারছে না প্রশাসনও। ইতোমধ্যে সেনাবাহিনীও উদ্ধারকাজে যোগ দিয়েছে। উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়েছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে সেখানকার মানুষজন। ক্রমশ অবনতি ঘটছে পরিস্থিতির। এরইমধ্যে বাংলাদেশের নামকরা সেলিব্রিটিরা এগিয়ে আসছেন যে যার মতো করে। এ অবস্থায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন ‘কুঁড়েঘর’ ব্যান্ডের জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী তাশরীফ খান।

বন্যার্তদের সহায়তা দিতে ১৬ লাখ টাকার ত্রান নিয়ে হাজির তাশরিফ (ভিডিও)

এক ফেসবুক লাইভে তিনি জানান, ‘দুই দিনে ১৬ লাখ টাকা অনুদান এসেছে। আমাদের সব নম্বরের লিমিট শেষ। এখন কেউ টাকা পাঠাইয়েন না। আমরা এইটা ডিস্ট্রিবিউট করার পর প্রয়োজন হলে আবার জানাব।’

এ ছাড়া জানা গেছে, বেশ কিছুদিন ধরেই সিলেটে অবস্থান করছেন তাশরীফ। সহযোগীদের নিয়ে বন্যাকবলিত মানুষদের সাহায্য করছেন। অন্যরাও যাতে এই সাহায্যে এগিয়ে আসে এ কারণে লাইভ করে সবাইকে জানাচ্ছেন। তার এই উদ্যোগ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ প্রশংসিত হয়েছে।

জনপ্রিয় সংগীতশিল্পী তাশরীফ খান কয়েক বছর আগে ‘কুঁড়েঘর’ ব্যান্ড গড়ে তোলেন। আজ দেশের জনপ্রিয় একটি ব্যান্ডে পরিণত হয়েছে ‘কুঁড়েঘর’। এর আগেও তিনি বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে অনেক বার এগিয়ে এসেছেন, অসহায়দের পাশে দাঁড়িয়েছেন। তার অজস্র ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও তার এইসব সামাজিক কাজে তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তার কথায় নির্দ্বিধায় এগিয়ে আসেন।

ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগধ্যমে মাধমে মন্তব্য করেন যে, তাশরিফের মত সব সেলিব্রিটিরা যদি এভাবে এগিয়ে আসতো তবে আমাদের দেশটা অনেক সুন্দর হত।

এখন পর্যন্ত প্রায় ৮৫টির বেশি মৌলিক গান প্রকাশ করেছে ব্যান্ডটি। প্রতিটি গানই অল্প সময়ের মধ্যে শ্রোতা জনপ্রিয়তা পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের প্রশংসায় ভাসছে তাশরীফের সেসব গান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *