অনলাইন ডেস্কঃ উজানের ভারী বর্ষণ আর উজানের ঢলে বিপৎসীমা ছাড়িয়েছে তিস্তার পানি। বর্তমানে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি।

ডালিয়া বন্যা পূর্বাভাষ ও নিয়ন্ত্রণ কেন্দ্র জানায়, গত কয়েকদিনের অব্যাহত উজানের ভারী বর্ষণ আর উজানের ঢলের কারণে নীলফামারীতে তিস্তার পানি বৃদ্ধি পায়। আজ সোমবার দুপুর ১২ টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তার পানি বৃদ্ধির ফলে জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার নদী তীরবর্তী কয়েকটি চরগ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি পরিবার গুলো বাধেঁ আশ্রয় নিয়েছেন। পানি বাড়ার ফলে ওই এলাকাগুলোতে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দিয়েছে। বন্যার কারণে ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়ন, পূর্বছাতনাই ইউনিয়ন, ঝুনাগাছচাপানী ইউনিয়ন, খালিশা চাপানী ইউনিয়ন, খগাখড়িবাড়ী ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদৌলা বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে আজ সোমবার সকাল ৬টায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুর ১২টা থেকে তা বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। তিনি বলেন, পরিস্থিতি নজর রাখছে প্রশাসন। বন্যার পানি নিরসনে ব্যারেজের সবকটি গেইট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কতৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *