চাঁদপুর প্রতিনিধি : পরীক্ষামূলকভাবে দুর্লভ হলুদ ড্রাগন ফলের চাষ হয়েছে। ফলন ভালো হওয়ায় ইতোমধ্যে স্থানীয় কৃষক ও উদ্যোক্তাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ড্রাগনের নতুন এই জাত। কৃষি বিভাগ বলছে, ড্রাগন চাষে উদ্বুদ্ধ করতে প্রদর্শনীর আয়োজন এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।
চাঁদপুর সদর উপজেলার কৃষি উদ্যোক্তা হেলাল উদ্দিন। তিনি তার বাগানে পরীক্ষামূলকভাবে ৪৯ জাতের ফলের চাষ করেছেন। এবছর তার নতুন সংযোজন বিশ্বখ্যাত আইসিস গোল্ড। দেখতে হলুদ কাটাহীন এই ড্রাগন দুর্লভ জাত হিসেবে বিবেচিত। তাছাড়া এই জাতটিকে ‘কুইন অব ড্রাগন’ নামেও ডাকা হয়।
এখন তার বাগানে হলুদ রংয়ের এই ড্রাগন ফল শোভা ছড়াচ্ছে। প্রতিদিন জেলার বিভিন্ন স্থান থেকে দেখতে আসছেন অনেকে। অনেকেই এই জাতের ড্রাগন চাষে আগ্রহ দেখাচ্ছেন। হলুদ ড্রাগন উচ্চ ফলনশীল ও বানিজ্যিকভাবে লাভজনক। এই ফলের আবাদ করে বানিজ্যিকভাবে লাভবান হওয়ার আশাবাদী এই উদ্যোক্তা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই কর্মকর্তা জানালেন, চাঁদপুরে ড্রাগন আবাদ জনপ্রিয় করতে বিভিন্ন প্রকল্পের আওতায় প্রদর্শণীর আয়োজন এবং প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ড্রাগন ফল গাছের পরিচর্যা একটু বেশি করার প্রয়োজন হলেও এতে ভালো ফলন পাওয়া যায় বলে জানান তিনি।