আশিকুর রহমান : চলমান সময়ের ব্যস্ততম অভিনেত্রী ও মডেল শাকিলা পারভিন। সম্প্রতি এই অভিনেত্রীর টিকটক একাউন্টে ৪ মিলিয়ন ফলোয়ার পেয়েছেন।
সোশ্যাল মিডিয়া এখন পুরো পৃথিবীকে হাতের মুঠোয় বন্দি করে ফেলেছে। আর করবেই না বা কেন? প্রযুক্তির আশীর্বাদে এখন আর কেউ একা নন। দুনিয়ার বিনোদন জগতে তারকারা সরব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক সহ নানা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে। তবে এই জায়গায় পিছিয়ে ছিলেন অভিনেত্রী শাকিলা পারভিন। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন এই মাধ্যমগুলোতে।
শাকিলা পারভিন বলেন , আমার টিকটক একাউন্টে ৪ মিলিয়নের ঘর অতিক্রম করেছে। ২০২১ সালে যাত্রা শুরু করি এই টিকটক একাউন্টের। ৪ মিলিয়ন উপলক্ষে কেক কেটে সকল অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেত্রী। এদিকে, শাকিলার ফেইসবুক পেইজে ১৭ লাখের বেশি ব্যবহারকারী শাকিলাকে অনুসরণ করেন।
অন্যদিকে, সম্প্রতি এই অভিনেত্রীর- বেয়াইনের বিয়ে, ভাড়াটিয়া বয়ফ্রেন্ড,পোংটা,মলম পার্টি, ছাড়াও বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে। এছাড়াও
ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে- ষ্টুপিড কাপল সহ বেশ কিছু নাটক।