বগুড়া প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা জাহানারা কামরুজ্জামান (জে.কে) ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পেলেন মারুফ ইসলাম তালুকদার প্রিন্স। গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় এর কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত পত্রে বিষয়টি জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বড়ি গঠন সংক্রান্ত অধিভুক্ত কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের গভর্নিং বডির (সংশোধিত) সংবিধি ২০১৯ এর ৭নং ধারার প্রদত্ত ক্ষমতাবলে অত্র কলেজের গভর্নিং বড়ির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের মনোনয়ন পরিবর্তন করে তদস্থলে সভাপতি হিসেবে মারুফ ইসলাম তালুকদার প্রিন্সকে মনোনয়ন দেয়া হলো।
শুক্রবার (২৪ জুন) এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, এ সংক্রান্তে গত দু’দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জারিকৃত পত্র পেয়েছেন। উল্লেখ্য রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া মারুফ ইসলাম তালুকদার প্রিন্স জাতীয় ছাত্র সমাজ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল ইসলাম তালুকদারের একমাত্র পুত্র।