নিজস্ব ডেস্ক : অপেক্ষার অবসান শেষে শনিবার (২৫ জুন) অনেক আকাঙ্খীত পদ্মা সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল রোববার থেকে এই সেতুতে চলাচল করবে যানবাহন। পদ্মা সেতু হাজার বছরের জলরাশির দূরত্ব ঘুঁচিয়ে দিয়েছে। প্রজন্ম থেকে প্রজন্মের অপেক্ষার পালা ফুরিয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে “হোয়াইট নিউজ” এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
হোয়াইট নিউজের সম্পাদক নাসির উদ্দিন বলেন, পদ্মা সেতু শুধু মাত্র একটি সেতু নয়। এটি পুরো জাতীর একটি আবেগের নাম। ‘মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে দক্ষিণাঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ, আমার কাছে মনে হয় এটা দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য সবথেকে বড় অবদান এবং এটা পুরো বাঙালি জাতির একটা স্বপ্ন ছিল যেটা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে সম্ভব হয়েছে। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং আশা করছি এই পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
তিনি আরও বলেন ‘আমাদের মনে হয় বাংলাদেশের জন্য এটা বিশাল বড় অর্জন। একটা সময় এমন ছিল যেসময় আমরা নিশ্চিত ছিলাম না যে পদ্মা সেতু হবে, কি হবে না। মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। ওনার ডেডিকেশনের কারণে, ওনার চেষ্টার কারণে আমরা সবাই পদ্মা সেতু পেয়েছি। সাথে অবশ্য এটাও বলবো- যারা এই প্রজেক্টের সাথে যুক্ত ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে কর্মীবাহিনী, যারা কাজ করেছেন। আপনাদেরকে একটা জিনিস বলতে চাই- আপনারা যে জিনিসটি করেছেন এটা বাঙালি জাতি আজীবন মনে রাখবে।