বিনোদন ডেস্কঃ পুরো ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পেয়েছেন বলিউডের ‘রোমান্স কিং’ খেতাব।এখনো তার অভিনয় তরুণীদের মনে কাঁপন ধরায়! অথচ এই অভিনেতাই বলছেন ‘রোমান্টিক নায়ক’ হওয়ার বয়স শেষ তার।অভিনয়ের তিন দশক পূর্ণ করেছেন বলিউড ‘বাদশা’। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে লাইভ প্রশ্নোত্তর পর্বে এক ভক্তকে এ কথা জানান তিনি।

শাহরুখের কাছে ওই ভক্ত প্রশ্ন করেন, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার রাহুলের মতো রোম্যান্টিক চরিত্রে তাকে আবার কবে পাওয়া যাবে?উত্তরে শাহরুখ খান বলেন, ‘মনে হয় এখন আগের মতো রোম্যান্টিক নায়ক হওয়ার বয়স আর আমার নেই। আমি একটু বেশি বয়স্ক হয়ে গেছি!’

তিনি আরো জানান, এক সিনেমায় অল্পবয়সী অভিনেত্রীর বিপরীতে রোমান্টিক চরিত্র করতে গিয়ে বেশ লজ্জাবোধ করেন তিনি। কিন্তু পেশার খাতিরে সিনেমাটিতে তাকে অভিনয় করতে হয়! রাহুল ও রাজের মতো চরিত্র তরুণ অভিনেতাদের করা উচিৎ বলেও মনে করেন তিনি।

এদিকে সম্প্রতি প্রকাশ পেয়েছে শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার ফার্স্টলুক পোস্টার। যদিও পোস্টারটির বিরুদ্ধে নকলের অভিযোগ রয়েছে। এই সিনেমাটি ছাড়াও ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’ রয়েছে তার হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *