চলমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান লাকি। সম্প্রতি এই অভিনেত্রী একটি শুটিং সেটে গুরুতর অসুস্থ হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে

বিনোদন ডেস্ক : চলমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান লাকি। সম্প্রতি এই অভিনেত্রী একটি শুটিং সেটে গুরুতর অসুস্থ হওয়ায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে বিকেলেই ছাড়পত্র নিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অহনা নিজেই। ঈদের একটি বিশেষ নাটক নির্মিত হচ্ছে, যেটায় যৌথভাবে নির্দেশনা দিচ্ছেন আজিজুল হাকিম ও এস এ হক অলিক।

গুলশানে গতকাল থেকে শুটিং শুরু হওয়া এই নাটকের শুটিং করছিলেন অহনা। সোমবার দিনভর নাটকটিতে কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার সকালে সেটে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার বিকেলে অহনা বলেন, ‘কাল (সোমবার) থেকে একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছিলাম। নাটকটির শুটিং হচ্ছিল গুলশানে। আজ সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। আমার শরীর এলার্জিতে ফুলে-ফেঁপে ওঠে। দ্রুত আমি ইউনাইটেড হাসপাতালে ভর্তি হই। ‘

বিকেলের দিকে ভালো বোধ করছিলেন, এ জন্য ছাড়পত্র নিয়েছেন তিনি। এমনটাই জানিয়ে এই অভিনেত্রী আরও বলেন, ‘যেহেতু নাটকটায় শুটিং করেছি। এখন আমাকে ফের শুটিংয়ে যেতে হচ্ছে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি। কিছুটা সুস্থ বোধ করছি এখন। ‘

অহনা ছাড়া এই নাটকে আরও অভিনয় করেছেন, ডলি জহুর, আব্দুল্লাহ আল মামুন, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ প্রমুখ।