স্টাফ রিপোর্টার: সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের ১০ জেলায় বন্যা পরিস্থিতি যখন বিপদসীমা অতিক্রম করেছে ঠিক তখনই বন্যা কবলিত মানুষের কষ্টে পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এসেছে সাংবাদিক সমাজ।
সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সার্বিক সহযোগিতায় কিশোরগঞ্জের ইটনা থানাধীন বন্যা কবলিত এলাকায় ত্রান কার্যক্রম পরিচালনা করেন ত্রান কমিটির আহবায়ক ও ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি।
তিনি বলেন, তাদের দুর্দশা ভাষায় প্রকাশ করার মতো না। ছবি বা ভিডিওতে আমরা যা দেখছি, বন্যা পরিস্থিতি তার চেয়েও ভয়াবহ। এমন মানবিক বিপর্যয়ে আমাদের সবার উচিত তাদের পাশে দাঁড়ানো।
এছাড়াও ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা সাংবাদিক ইউনিয়নের সফল সভাপতি সাংবাদিক নেতা জনাব কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নে বারবার নির্বাচিত নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম খলিল খোকন, ঢাকা বিভাগ সাংবাদিক ফোরামের সভাপতি ইকবাল হাসান কাজল, ত্রান কমিটির সদস্য রফিকুল ইসলাম সুজন, আমিনা ইসলাম খান, এম শিমুল খান, জয়নাল আবেদীন, এনামুল হক কাজল, এম এস ইসলাম আরজু, সৈকত সাগর, ডাঃ নাঈম, রুবিনা শেখসহ কিশোরগঞ্জ, তাড়াইল ও ইটনার স্থানীয় সাংবাদিকবৃন্দ।
স্থানীয়ভাবে ত্রাণ কাজে সহযোগিতা করেন কিশোরগঞ্জের ধলা ইউনিয়ন পরিষদের দুইবার এর সফল চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন ।
এছাড়াও বিজয় রায় সাধারণ সম্পাদক ইটনা উপজেলা ছাত্রলীগ, জহির আহমেদ রাজন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, হাজেরা বেগম মহিলা আওয়ামী লীগ ইটনা উপজেলাসহ আরও অনেকে।