কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়া নারীর করা মামলায় মো. মামুন (৫০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) গভীর রাতে ঢাকার মীরবাগে মামুনকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামুন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
তিনি জানান, গত বছরের ৯ ডিসেম্বর কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এসএমই ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে অংশীদার করার কথা বলে আমেনা আক্তার নামে এক নারীকে চায়ের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ করে মামুন। ধর্ষণের ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
পরে চলতি বছরের মার্চ মাসে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী ওই নারী। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঢাকার মীরবাগ থেকে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মামুনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।