আশিকুর রহমান : মিঠুন বোকাসোকা ভদ্র ছেলে। অপরদিকে পায়েল একরোখা জেদি মেয়ে। একই বাড়িতে ভাড়া থাকে দুজনে। বেচারা মিঠুনকে সকাল সন্ধ্যা বাড়ীতে, রাস্তায়, ছাদে একের পর এক জ্বালাতন করতেই থাকে পায়েল। কখনো রাস্তায় ক্রিকেট খেলতে গিয়ে বল ছুড়ে মারে মিঠুনের গায়ে, কখনো আবার পানি ছুড়ে গা ভিজিয়ে দিয়ে পন্ড করে শাহেদের অফিসে যাওয়া।
শুধু তাইনা শাহেদের বাসায় এসে পর্যন্ত জ্বালাতন করতে থাকে। জ্বালাতনের এক পর্যায় সহজ সরল শাহেদের প্রেমে পড়ে যায় পায়েল। নিজের পছন্দের কথা সরাসরি শুধু শাহেদকেই নয়, শাহেদের বাবাকেও স্পষ্ট জানিয়ে দেয় পায়েল। এভাবেই গল্প এগোতে থাকে।
নাটকটি লিখেছেন জনপ্রিয় নাট্যকার আদর সোহাগ। আর পরিচালনা করেছেন তানভীর তন্ময়। এখানে মিঠুন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নৃত্যশিল্পী শাহেদ শাহরিয়ার এবং পায়েল চরিত্রে অভিনয় করেছেন মুনমুন আহমেদ।
নাটকটি আজ দুপুরে ইউটিউবে “নাফ এস্টারটেইনমেন্ট” ইউটিউব চ্যানেলে রিলিজ হবে। নাটকটিতে আরও অভিনয় করেছেন, মাসুম বাসার, মিলি বাসার, স্বপ্না শেখ সহ আরো অনেকে।
তানভীর তন্ময় হোয়াইট নিউজকে বলেন, ‘দর্শকদের ভিন্ন কিছু দেওয়ার চেষ্টা বরাবরই থাকে আমার। সেই চেষ্টার মধ্যে “ছেলেটি ইনোসেন্ট” কাজটির প্লান বেশ ব্যতিক্রম। এমন ধরনের গল্পে আগে কাজ হয়েছে বলে আমার জানা নেই। ফলে নাটকটি নিয়ে আমি প্রথম থেকেই আশাবাদী। এটাও ঠিক, নাটকটি দর্শকের ভাননাকেও ছাড়িয়ে দেবে। মানুষ নাটকটি দেখে হৃদয়ে গেঁথে নিবে এটা আমার বিশ্বাস।’ তবে কাজটি অনেক যত্নসহকারে করেছি।
তিনি আরও বলেন, কাজটি তে উঠতি নায়ক নায়িকা দুজনেই বেশ পরিশ্রম করেছে। আশা করছি দর্শক কাজটি ইতিবাচক ভাবে গ্রহন করবেন।
ছোট পর্দার এই সফল জুটি শাহেদ আর মুনমুন এর আগে আরও বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তার মধ্যে “বকুল ফুলের মালা” অন্যতম।