অনলাইন ডেস্কঃ হবিগঞ্জ সদরের আলমপুর গ্রামে মোবাইল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির জেরে দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হবিগঞ্জ সদরের আলমপুর গ্রামে মোবাইল কেনা-বেচা নিয়ে দু’পক্ষের কথা কাটাকাটির জেরে দুই ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষে মামুন মিয়া (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। টেঁটাবিদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ (১ লা জুলাই ) শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা ও বানিয়াচং থানা পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ।
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) দৌস মোহাম্মদ জানান, আলমপুর গ্রামে রিপন ও সুহেল মিয়া নামে দুই যুবকের মধ্যে গত কয়েক দিন ধরে মোবাইল কেনা-বেচা নিয়ে একটি বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা শুক্রবার বিকেলে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। বাকবিতণ্ডার একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একপক্ষ অপর পক্ষের উপর হামলা করতে থাকে , হামলায় উভয় পক্ষের বেশ কয়েকজন হতাহত হয় তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় মামুন কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওই গ্রামের আমির আলীর ছেলে।
এছাড়া আহতদের মধ্যে কিসমত আলী (৬০), শিমুল আহমেদ (২৮), মোস্তফা মিয়া (২০), মেজর মিয়া (২৫) ও জাহেদ মিয়াকে (৩৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের সবার পরিচয় পাওয়া যায়নি।
হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর অংশে এই সংঘর্ষের ফলে সড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজট । এতে দুর্ভোগ ও আতঙ্কে পড়েন সাধারণ যাত্রীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এলে যান চলাচল স্বাভাবিক হয়।