অনলাইন ডেস্কঃ টালিগঞ্জের সিনেমায় সিয়ামের অভিষেক, সাথে আছে প্রসেনজিৎ ও শ্রাবন্তী অনেক দিন পরে। থ্রিলারের চেনা ছক থেকে বেরিয়ে অন্য ধারার ছবি করছেন পরিচালক সায়ন্তন ঘোষাল। সেই ছবিতেই প্রধান চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রথম সায়ন্তনের ছবিতে কাজ করতে দেখা যাবে প্রসেনজিৎকে
ছবিতে রয়েছেন শ্রাবন্তী, আয়ুষী তালুকদার এবং বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদ। গোটা ছবির শুটিং হবে। লন্ডনে। সায়ন্তন বলছিলেন, “গল্পের প্রেক্ষাপট লন্ডন। ছবির নাম এখনও ঠিক হয়নি। তবে এটি সোশ্যাল ড্রামা বলা যায়।” সায়ন্তনের ছবি মানেই থ্রিলার। স্বাদ বদলের জন্যই প্রসেনজিতের সঙ্গে প্রথম বার কাজ করা নিয়ে পরিচালক বেশ উত্তেজিত। সায়ন্তন জানালেন, অভিনেতার সঙ্গে যার কি অন্য ঘরানা? “এটা ঠিকই যে অনেক দিন পরে আমি থ্রিলার জ্বর থেকে বেরিয়ে অন্য কিছু করছি।
এই গল্পটায় একটা সিরিয়াস বিষয় তুলে ধরা হচ্ছে, কিন্তু মজার মোড়কে,” মন্তব্য পরিচালকের। ছবিতে প্রসেনজিৎ রয়েছেন লন্ডনের এক ব্যবসায়ীর চরিত্রে। তাঁর স্ত্রীর চরিত্রে শ্রাবন্তী। দু’জনের বয়সের একটা ব্যবধান রয়েছে। ছবিতে আয়ুষী কাজ করেন। প্রসেনজিতের অফিসেই। আয়ুষীর বিপরীতে সিয়াম আহমেদ। একটা সঙ্কট এই চারজনকে এক জায়গায় নিয়ে আসে। এর বেশি কাহিনি ভাঙতে চাইলেন না সায়ন্তন। ছবির চিত্রনাট্য লিখছেন কয়েক চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছে।
প্রসেনজিৎ আনন্দ প্লাসকে জানিয়েছেন, তিনি ছবিটি করছেন। চিত্রনাট্য তাঁর বেশ পছন্দ হয়েছে। ছবির প্রযোজনায় শ্যাডো ফিল্মস এবং রোডশো ফিল্মস। শ্যাডো ফিল্মসের শ্যামসুন্দর দের সঙ্গে প্রসেনজিতের অনেক দিনের সুসম্পর্ক। প্রযোজকের প্রথম দিকের ছবি ‘লড়াই’এ ছিলেন তিনি। আয়ুষীও এই ব্যানারে পরপর কাজ করেছেন, ‘মগ্নমৈনাক’ থেকে “আম্রপালী”।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিয়ামের এটাই প্রথম কাজ টলিউডে। তাঁর প্রসঙ্গে শ্যামসুন্দর দে বলছেন, “সিয়াম বাংলাদেশের বাণিজ্যিক ছবিতে বড় নাম। আমাদের এখানে অভিনেতার অপশন কম। নতুন মুখ প্রয়োজন, সেই কারণেই এঁকে কাস্ট করা। আশা করি আমাদের এখানকার দর্শকেরও ওঁর কাজ ভাল লাগবে।“ অগস্ট মাসেই ছবির টিম লন্ডন যাবে শ্রাবন্তী শুটিংয়ে।
সূত্র : আনন্দ প্লাস