পদ্মাসেতু হয়ে টুঙ্গিপাড়া সফরে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সড়কপথে পদ্মাসেতু হয়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গেছেন। তার সঙ্গে রয়েছেন পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সায়মা ওয়াজেদ পুতুল।

যাত্রাপথে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ফলকে দাঁড়ান তিনি। প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা ও তার পরিবারের শহীদ সদস্যদর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ফাতেহা পাঠ শেষে বিকেলে প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্য রওয়ানা হওয়ার কথা রয়েছে।