বিনোদন ডেস্কঃ  প্রতি বছর নতুন নতুন গান নিয়ে হাজির হোন ডঃ মাহফুজুর রহমান । এবারো তার ব্যাতিক্রম নয় । আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ঈদের দিন রাত ১০টায় দেশের বেসরকারী টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় “রঙ্গের দুনিয়া” নামক আনুষ্ঠানে দর্শকের সামনে হাজির হচ্ছেন তিনি ।

তার সবগুলি গান এটিএন বাংলার স্টুডিও তে চিত্রায়িত হয়েছে  ।এবার এর ঈদে তিনি মোট ৯ টি গান দর্শকদের উপহার দেবেন । গানগুলো হলো তোমার ওই চোখ , একটু চোখের আড়াল , স্বপ্নের মত মনে হয় , তোমার জন্য আমি ,চোখের উপর রঙের দুনিয়া , সেই মেয়েটি ,তুমি আমার প্রিয়া , রিমিক্স দাইমা সহ শিরোনামের গানপগুলো দর্শকদের শোনাবেন। গানের প্রতি তার অসম্ভব ভালবাসা, আর সেজন্যই তিনি ২০১৬ সালে সঙ্গিতশিল্পী হিসেবে আত্বপ্রকাশ করেন ।  ২০১৬ সালে তার একক সঙ্গিতানুষ্ঠান “হৃদয় ছুয়ে যায়” প্রচারিত হয় । ২০১৭ সালে ঈদুল ফিতরে “প্রিয়া রে” শিরোনামে বেশ কয়েকটি গান নিয়ে হাজির হন তিনি । একই বছর তার একক সঙ্গিতানুষ্ঠান স্মৃতির আলাপন আখি প্রকাশ হয় । সেই গান দিয়ে আলোচনায় আসেন তিনি । ২০১৭ সালেও তার একক সঙ্গীতানুষ্ঠান “বলনা তুমি” কার প্রচারিত হয় এটিএন বাংলায় । ২০১৯ সালে তার নিজের রচিত গান নিয়ে মন থেকে রইলো শুভ কামনা অনুষ্ঠান টি করেন । গেল ঈদেও তুমি আমার প্রেয়সী শিরোনামে একক সংগীতানুষ্ঠান করেন ডঃ মাহফুজুর রহমান ।

মাহফুজুর রহমান দেশের প্রথম বেসরকারি চ্যানেল এটিএন বাংলার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান । আগে থেকেই গান গাইতে ভালোবাসতেন তিনি । তার সাবেক স্ত্রী ইভা রহমানও একজন সংগীত শিল্পী । গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিটিং ব্যবসা দিয়ে ১৯৭৫ সালে কর্মজীবন শুরু করেন এই গুনী শিল্পী । এরপর ভারতে ঘুরতে গিয়ে মুম্বাইয়ে ভারতীয় টিভি চ্যানেল জি টিভি দেখে অনুপ্রানিত হন তিনি । নানা বাধা বিপত্তি পার করে অবশেষে ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন এটিএন বাংলা ।