রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে কিশোর সনি (১৭) হত্যা মামলায় আনিম ওরফে আনিন ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে নগরের বালিয়াপুকুর এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার আনিম নগরের মিরের চক সাধুর মোড় এলাকার আকবর আলীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে বালিয়াপুকুর এলাকায় বসবাস করছিলেন ওই যুবক। সনি হত্যা মামলায় এজাহারভুক্ত আট আসামির একজন এই যুবক।
নগরের বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, বোয়ালিয়া মডেল থানার এসআই মোতালেব হোসেন ও তার দল আনিন ইসলামের ভাড়া বাড়িতে অভিযান চালায়।
সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যা মামলার এজাহারভুক্ত আসামি আনিন ইসলাম। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
আরএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রফিকুল আলম জানান, গত ৩ জুলাই সন্ধ্যায় রাত ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বন্ধুর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছিলেন সনি। ওই সময় তার সঙ্গে আরও তিন বন্ধু ছিল।
ফেরার পথে একদল যুবক কৌশলে তাদের হেতেমখাঁ সাহাজী পাড়া কফিল উদ্দিন জামে মসজিদের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই আরও ১৪-১৫ জন যুবক উপস্থিত ছিলেন। সনি সেখানে পৌঁছা মাত্রই দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
তাকে গুরুত্বর জখম করে ফেলে যায় হামলাকারীরা। পরে স্থানীয় লোকজন সনিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানেই তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সনির বাবা রফিকুল ইসলাম পাখির অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি হত্যা মামলা রুজু হয়। এরপরই আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করে পুলিশ।