নিউজ ডেস্কঃ এবার এফডিসির বাইরে জায়েদ খানের গুঞ্জন। তাও আবার গরুর হাটে। এফডিসিতে তো তাকে মূল্য দেওয়ার কেউই নেই। এদিকে গরুর হাটেও জায়েদকে পাশ কাটিয়ে যাচ্ছে সবাই। ঘটনাটি ঘটেছে নবীনগরের এক গরুর হাটে। স্থানীয় এক ব্যবসায়ী আদর করে নিজের পোষা গরুর নাম রেখেছেন ‘জায়েদ খান’।
গত সোমবার (৪ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আহাম্মদপুর কোরবানির পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে জায়েদ খানকে। ষাঁড় গরুটির ওজন ৬০০ কেজিরও বেশি। গরুটির দাম হাঁকা হচ্ছে তিন লাখ টাকা। তবে বিকেল পর্যন্ত ‘জায়েদ খানের’ দাম উঠেছে এক লাখ ৮০ হাজার টাকা। গরুটিকে একনজর দেখতে হাটে ভিড় করেন উৎসুক জনতা।
খামারি ইউনুস মিয়া জানান, তার খামারে ২২টির বেশি গরু কোরবানির পশুর হাটে তোলার জন্য লালন-পালন করেছেন তিনি। এরমধ্যে খামারের বড় গরুগুলোকে ক্রেতাদের কাছে আকর্ষণীয় করে তুলতে ‘জায়েদ খান’সহ বিভিন্ন নাম দেওয়া হয়েছে।
তাদের নিয়মিত খড়, ভুসি, কাঁচা ঘাস, কলা, খাওয়ানো হয়। রোগ-জীবাণুর হাত থেকে বাঁচতে প্রতিদিন সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করানো হয় এবং ছিটানো হয় ব্লিচিং পাউডার ও অ্যান্টিসেপটিক স্প্রে।
আরও পডুনঃ এবার ঈদে হিরো আলমের সাথে মাঠে নামছেন মেসি
উল্লেখ্য, এবারের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় এবার ৮০টির মতো কোরবানির পশুর হাট বসবে। হাটে অন্তত ৭০০ কোটি টাকার পশু কেনাবেচা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবার জেলাজুড়ে কোরবানির জন্য পশুর চাহিদা আছে এক লাখ ৭০ হাজারেরও বেশি।